লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন একই স্টাইলে মাংস রান্না? খেতে আর ভালো লাগছে না? তাহলে ভিন্ন স্বাদের এই রেসিপিটা করে দেখতে পারেন। গরম গরম ভাত, পোলাও বা পরোটার সাথে চিকেন মহারানি।
জেনে নিন যা যা লাগবে,
► মুরগীর মাংস- ৬০০ গ্রাম।
► তেল- ১/২ কাপ।
► চিলি ফ্লেক্স- ২ চা চামচ।
► মেথি- ১চা চামচ।
► দুধ- আধা কাপ।
ম্যারিনেশনের জন্য যা যা লাগবে,
► টক দই- ৩ টেবিল চামচ।
► লবণ- স্বাদমতো
► মেথি- ১ চা চামচ।
► গুঁড়া মরিচ- ১চা চামচ।
► আদা-রসুন বাটা- ১চা চামচ।
মশলা তৈরিতে যা লাগছে,
► পেঁয়াজ – ১টি।
► আদা- ৪ টুকরা।
► রসুন- ৬ কোয়া।
► কাঁচা মরিচ- ৪টি।
ভাজা মশলার জন্য যা যা লাগছে,
►গোটা ধনে- ১ টেবিল চামচ।
►গোটা জিরা- ১ টেবিল চামচ।
►মৌরি- ২ চা চামচ।
►কাঠ বাদাম- ১০টি খোসা ছাড়া ( আধা কাপ দুধ দিয়ে বাদাম বেটে নিতে হবে)।
এবার জেনে নিন কীভাবে রান্না করবেন,
১. প্রথমেই মুরগি ম্যারিনেট করে নিতে হবে। মাংস কেটে ধুয়ে নিন। এরপরে এতে দিন, লবণ, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা। দুই ঘন্টা মেখে রাখুন।
২. এবার ১টা পেঁয়াজ, আদা, গোটা রসুন, কাাঁচা মরিচ একসাথে নিয়ে পেষ্ট তৈরি করুন।
৩. একটি পাত্রে তেল নিয়ে গরম করে নিন। এতে দিয়ে দিন পেঁয়াজ কুঁচি। হালকা ভেজে, মশলার যে পেষ্টটি তৈরি করেছেন সেটি দিয়ে দিন। মশলা কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। একটু নেড়ে ঢাকনা দিয়ে দিন।
৪. মাংসা সিদ্ধ হতে দিয়ে, অন্য একটি পাত্র চুলায় দিন। এতে ভাজা মশলা তৈরি করে নিতে হবে। গোটা ধনে, জিরা আর মৌরি দিয়ে ভেজে নিন। গুঁড়া করে মাংসে ছড়িয়ে দিন। মাংস নেড়ে ঢেকে দিন।
৫. এরপর কষানোর পালা। মাংসে হাফ কাপ দুধ, কাঠ বাদাম বাটা, চিলি ফেক্স দিয়ে দিন। এরপর একটু কষিয়ে ঢাকা দিয়ে দিন। ৫ মিনিট দমে রেখে দিতে হবে। হয়ে গেলো চিকেন মহারানি।
সূত্র : এই সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।