একটা সময় আকাশের তারা দেখে মানুষ পথ চলত। তবে এখন সময় বদলে গেছে। অত্যাধুনিক প্রযুক্তির মাঝে আমরা বাস করছি। তবে আমরা বর্তমানে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে লোকেশন নির্ণয় সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। জিপিএস এর মাধ্যমে পোষা প্রাণীর অবস্থানও নির্ণয় করা সম্ভব।
বিশাল মরুভূমি, সমুদ্র বা গভীর জঙ্গলের মাঝে থাকলেও জিপিএস এর মাধ্যমে আপনার পিন পয়েন্ট লোকেশন নির্ণয় করা সম্ভব। এ সার্ভিস আমরা ফ্রিতে কেনো পাচ্ছি এবং এ কাজটি কীভাবে সম্পাদিত হয় তা নিয়ে সবার কৌতূহল রয়েছে। আপনার ফোনে যে জিপিএস রিসিভার দেওয়া হয়েছে সেটি স্যাটেলাইট থেকে সিগন্যাল ধরতে পারে।
আপনি মোবাইলে লোকেশন চালু করলে এটি সিগন্যাল গ্রহণ করতে থাকে। ধরুন আপনি বর্তমানে ঢাকায় রয়েছেন এবং ফ্রান্সের আকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহ থেকে আপনার মোবাইল সিগনাল রিসিভ করছে। এখন এই দুইয়ের মাঝে দূরত্ব নির্ণয় করে ফেলা হয় এবং একটি বৃত্ত আঁকা হয়ে থাকে।
এই বৃত্তের যেকোনো এক প্রান্তেই আপনার অবস্থান রয়েছে। একই সাথে আরো অনেক স্যাটেলাইট থেকে এটি সিগনাল রিসিভ করতে থাকে এবং বৃত্ত আঁকার মাধ্যমে আপনার পিন পয়েন্ট লোকেশন বের করে ফেলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তবে স্যাটেলাইটগুলো জানে না যে কখন কীভাবে কোথায় এ সমস্ত সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে। ফলে কড়া নজরদারির খুব বেশি সুযোগ নেই। তবে এ সেবা আমরা ফ্রিতে পাই না। কোম্পানি আমাদের কাছে ডিভাইস বিক্রি করে। আর তারা এ সেবার জন্য ট্যাক্স দিয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।