জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালালের প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফেরিটি বাংলাবাজার ঘাট হতে শিমুলিয়া ঘাটে আসছিলো। সকাল পৌনে ১০টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মা সেতুর ১৭ নং পিলারের সাথে ধাক্কা লাগে ফেরিটির। এতে ফেরিতে থাকা ২৫ যাত্রী আহত হয়। এ সময় চালক ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে শিমুলিয়াঘাটে এসে ফেরিটি নোঙর করে। রো-রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নদীতে তীব্র স্রোতের থাকায় ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।’
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় ফেরি শাহজালাল। এ ঘটনায় পিলারের কোনো ক্ষতি হয়নি, তবে ফেরিতে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন।’
বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়। ফেরিতে ছিল ৩৩টি গাড়ি। প্রচণ্ড ঝাঁকির ফলে গাড়িগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খায়। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই ফেরির ডেকে পড়ে যান। এ সময় তাদের অন্তত ২০ জন জখম হন। ফেরির ভেতরের কেন্টিন তছনছ হয়ে যায় বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।