আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে পোস্ট অফিসের শাখা রয়েছে ২৬ হাজার৷ সেগুলোর বেশিরভাগই চলে অংশীদারিত্বের মাধ্যমে৷ এতে সেবাগ্রহীতারা যেমন উপকৃত হচ্ছেন তেমনি ডিজিটালের যুগেও পোস্টাল সেবাকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে। খবর ডয়চে ভেলে’র।
দেশটির পোস্ট অফিসের আনুমানিক ২৬ হাজার শাখার বেশিরভাগই এখন পার্টনারশিপ বা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জার্মানির বনভিত্তিক সংস্থাটি৷ তাদের তথ্য মতে, প্রায় ১৩ হাজার পুরনো শাখা, ১০ হাজার ৫০০ ডিএইচএল পার্সেল শপ এবং দুই হাজারেরও বেশি রয়েছে ছোট ছোট দোকানসহ পোস্ট অফিস ৷
গত ২৫ বছরে পোস্ট অফিসের পরিষেবার চেহারাও অনেকটাই বদলে গেছে৷ অনেক পোস্ট অফিসে এখন মূল কার্যক্রমের পাশাপাশি ম্যাগাজিনসহ নানা স্টেশনারি পণ্যও বিক্রি করা হয়৷ কোনো কোনো পোস্ট অফিসের শাখায় রয়েছে ফটোকপি করার সুবিধা, এমনকি ছবি তোলার ব্যবস্থাও৷ অর্থনৈতিক দিক বিবেচনায় এমন পরিবর্তনের প্রয়োজন ছিল বলে মনে করেন জার্মান পোস্ট ডিএইচএল-এর ম্যানেজার হলগার বার্টেলস৷
তিনি বলেন, এই ধরনের শাখার প্রসারে সেবা গ্রহীতারা উপকৃত হচ্ছেন৷ আগের চেয়ে বেশি সময় পোস্ট অফিস খোলা রাখায় ক্রেতারা বেশি সুবিধা পাচ্ছেন৷ তবে গত কয়েক বছরে অনেক পোস্ট অফিসের শাখা বন্ধ হয়ে গেছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।