বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। সারাবিশ্বে এর ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক।
এদিকে ফেসবুকে স্ক্রল করলেই সব ভিডিও নিজে থেকেই চলতে শুরু করে। ফলে অকারণে ফোনের ডাটা নষ্ট হয়। শুধু ডাটা নয়, অপ্রয়োজনীয় ভিডিও প্লে হলে নষ্ট হয় ফোনের ব্যাটারিও। কিন্তু চাইলেই খুব সহজে ফেসবুক অ্যাপে ভিডিও অটো প্লে বন্ধ করে দেওয়া সম্ভব।
ব্রাউজার থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়
– ব্রাউজারে Facebook.com ওয়েবসাইট ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
– হোম পেজের ডান দিকে ওপরে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন।
– এবার Settings and Privacy অপশন বেছে নিন। সিলেক্ট করুন Settings।
– এরপর বাঁ দিকে মেনু থেকে Videos অপশন সিলেক্ট করে নিন। সেখানে Video Autoplay অপশন বন্ধ করে দিন।
আইওএস অ্যাপ থেকে ফেসবুক ভিডিও অটো প্লে বন্ধের উপায়
– Facebook অ্যাপ ওপেন করুন।
– স্ক্রিনের নীচে মেনু বাটন সিলেক্ট করুন।
– Settings and Privacy অপশন বেছে নিন। Settings সিলেক্ট করুন।
– এবার Media snd Contacts অপশন দেখতে পাবেন।
– Videos and Photos অপশন বেছে নিন। আর Autoplay অপশন বন্ধ করে দিন।
অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে যেভাবে অটো প্লে বন্ধ করবেন
– Facebook অ্যাপ ওপেন করে স্ক্রিনের ডান দিকে ওপরে মেনু বাটন সিলেক্ট করুন।
– এবার Settings and Privacy অপশন বেছে নিন। সিলেক্ট করুন Settings।
– স্ক্রোল ডাউন করার পর Media and Contacts অপশন দেখতে পাবেন।
– অপশন সিলেক্ট করার পরে Autoplay অপশন সিলেক্ট করে Never অপশন বেছে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।