বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ঐতিহ্য এবং প্রযুক্তির সমন্বয়ে ভার্চুয়াল রিয়েলিটির পৃথিবী মেটাভার্সে বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠান সেরেছেন ভারতের তামিলনাড়ুর এক দম্পতি।
৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর আদিবাসী গ্রাম শিবলিঙ্গাপুরমে দিনেশ শিবকুমার পদ্মাবতী ও জনগানন্দিনি রামাস্বামী দম্পতির বিয়ে হয়। এরপর তারা ভার্চুয়ালি তাদের বিয়ে পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থানে থাকা তাদের বন্ধু এবং স্বজনরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
বিয়ের অনুষ্ঠানে হগওয়ার্ট থিম বেছে নেন হ্যারি পটার ভক্ত এই দম্পতি। নিজেদের মোবাইল, ল্যাপটপ, ট্যাব ব্যবহার করে যার যার বাসস্থান থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা।
হগওয়ার্ট থিমের ভেন্যু ঘোরাঘুরি করে নিজেদের ইচ্ছামত ভার্চুয়াল অবতার ও পোশাক ধারণ করেন অতিথিরা।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জনগানন্দিনীর মৃত বাবাকেও দেখতে পেয়েছেন আর তার সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা বলতে পেরেছেন।
আইআইটি মাদ্রাজের প্রকল্প সহযোগী দীনেশ বলেন, “করোনাভাইরাস মহামারির কারণে আমাদের বিয়েতে অতিথির সংখ্যা ১০০ জনে সীমাবদ্ধ রাখতে হয়েছিল। তাই আমি ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করি।”
ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলো নিয়ে কাজ করা দীনেশ বলেন, “আমার শ্বশুর গত বছরের এপ্রিলে মারা গেছেন। তাই আমি তার থ্রিডি অবতার তৈরি করেছি যা ওনার মতো দেখতে এবং তিনি অনুষ্ঠানে আমাদের দুজনকে আশীর্বাদ করেছেন। এটা মেটাভার্সের মাধ্যমেই সম্ভব।”
উল্লেখ্য, মেটাভার্স হচ্ছে একটি ভার্চুয়াল রিয়েলিটির পৃথিবী যেখানে ব্যবহারকারীরা সরাসরি এবং ডিজিটালি পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি অগমেন্টেড রিয়েলিটি, ব্লকচেইন এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো প্রযুক্তির একাধিক উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
At @kshatriyan2811 's meta wedding 👰💍🤵💒 @TardiVerse #asiasfirst #Metaverse #metawedding pic.twitter.com/RRGyEzUz4Y
— cryptopangu.nft (@CryptoPangu) February 6, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।