জুমবাংলা ডেস্ক : ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।
ফলাফলে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসর হার ২৩ দশমিক ৮২ ভাগ।
ফল যেভাবে জানবেন: লিখিত পরীক্ষার ফল জানা যাবে- http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে। এ জন্য উল্লেখিত লিংকে ক্লিক করুন। এরপর NTRCA-এর ওয়েবসাইট আসবে। সেখানে থেকে ফল জানতে পারবেন এছাড়া http://ntrca.teletalk.com.bd/ এই ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে টেলিটকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।