চোখের সানগ্লাস শুধু নায়কোচিত ভঙ্গিই তৈরি করে না, কাজ করে চোখের সুরক্ষার জন্যও। এর প্রধান কাজ চোখকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (Ultraviolet বা ইউভি) রশ্মি থেকে বাঁচানো। অতিবেগুনি রশ্মি আছে আবার দুই রকম। ইউভিএ (UVA) এবং ইউভিবি (UVB)। ইউভিএর প্রভাবে ত্বকের ক্যানসার হয়। ডেকে আনে অকালবার্ধক্যও।
আর ইউভিবির প্রভাবে চামড়া পুড়ে যায়। এ দুই প্রকার রশ্মির কম্পাঙ্কই দৃশ্যমান আলোর কম্পাঙ্কের চেয়ে বেশি। ছায়ায় দাঁড়িয়ে থাকলেও প্রতিফলিত ইউভি রশ্মি চোখ ও ত্বকের ক্ষতি করতে পারে। সানগ্লাসের লেন্স বানানো হয় কাচ ও প্লাস্টিক বা পলি কার্বোনেট দিয়ে। তার ওপর দেওয়া হয় অতিবেগুনি রশ্মির শোষক পদার্থ।
ভালো মানের একটি সানগ্লাস অতিবেগুনি রশ্মির ৯৯ ভাগ পর্যন্ত আটকে দিতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ইউভিএ এবং ইউভিবির শতভাগ থেকে সুরক্ষা দেওয়ার মতো গ্লাস নেওয়া যায়। ফ্রেম যত বড় হবে, আশপাশ থেকে বিক্ষিপ্ত আলো তত কম চোখে আসবে। অনেকের ধারণা, গ্লাসের অন্ধকারত্ব ইউভি থেকে সুরক্ষা দেয়। এটা সঠিক নয়।
এমনকি একেবারে স্বচ্ছ কোনো কোনো গ্লাস ও ইউভি থেকে পরিপূর্ণ সুরক্ষা দিতে সক্ষম। তবে বিভিন্ন রঙযুক্ত সানগ্লাস অতিবেগুনি রশ্মির পাশাপাশি দৃশ্যমান আলোর একটা নির্দিষ্ট অংশশকেও চোখে আসতে বাধা দেয়। পানি, সৈকত বা বরফে এলাকা ভ্রমণে গেলে চোখের সুরক্ষার জন্য পোলারাইজিং লেন্স সঙ্গে রাখা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।