বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর প্রযুক্তির উন্নতি এবং সহজলভ্যতার কারণে এখন সবার হাতেই স্মার্টফোন। সব বয়সী মানুষই এখন ব্যবহার করছেন স্মার্টফোন।
এদিকে স্মার্টফোনে বাংলায় টাইপের জন্য অনেকেই ব্যবহার করেন অভ্র বা বাংলা টাইপিং অ্যাপ। তবে এসব থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেও স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লেখা যাবে। চলুন তাহলে জেনে নিই, কীভাবে স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লিখবেন-
স্মার্টফোনে বাংলা ফন্ট সেট করার জন্য কোনও বিশেষ অ্যাপের দরকার নেই। কারণ প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে বাংলা ফন্ট। যেকেউ চাইলে সেই বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন-
১। প্রথমে সেটিংস (Settings) ওপেন করুন।
২। এরপর একদম উপরে টাইপ করুন Language।
৩। টাইপ করার পর প্রথমেই আসবে Language & Input অপশন।
৪। ওই অপশনে ট্যাপ করুন। তাহলে একটি নতুন ট্যাব খুলবে।
৫। এতে দেখা মিলবে Add Language এর। সেখানে ট্যাপ করুন।
৬। এখানে ক্লিক করলে একাধিক Language দেখা যাবে। সেখানে টাইপ করুন Bengal।
৭। তার Bengal এর উপর ট্যাপ করলেই বাংলা ভাষা যুক্ত হবে।
এরপর আপনি যেখানেই টাইপ করুন না কেন, সব জায়গাতেই বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই টাইপ করতে পারবেন।
এছাড়াও টাইপ করার সময় ফোনের টাইপিং কী বোর্ডে স্পেসবার-এ লং ট্যাপ করুন। তাহলে সেখানে একটি অপশন দেখা যাবে। যেখানে রয়েছে বাংলা এবং অন্য ভাষায় লেখার অপশন। আপনি যে ভাষায় টাইপ করতে চাইছেন সেই ভাষা সিলেক্ট করলেই লেখা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।