যেভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করবেন

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং ফিচারের ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। এবার উন্মুক্ত হলো সবার জন্য। গত বছরই ঘোষণা হয়েছিল। ভিডিও কলের সময় এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা।

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং

জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এবার প্রতিযোগিতায় নামলো হোয়াটসঅ্যাপ। ইউজাররা কল চলাকালীন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ ভিউ শেয়ার করতে পারবেন।

স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপ-এর অ্যাপ আপডেট থাকা প্রয়োজন। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করলে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন আসবে। সেই আইকনে ক্লিক করলেই একটা উইন্ডো পপ আপ হবে। জানতে চাইবে, ইউজার স্ক্রিন শেয়ার করতে চান কি না।

এটা নিশ্চিত করলে শুরু হবে কাউন্টডাউন। ৩…২…১ এবং তারপরই স্ক্রিনে কলে থাকা ইউজার দেখতে পাবেন। এরপর স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে।

ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হবে। ভিডিও কল শুরু করে কল উইন্ডোতে শেয়ার আইকনে ক্লিক করলে পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট কল শেয়ার করার জন্য উইন্ডো পপ আপ হবে। তারপর পুরোটাই ফোনের মতো। বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশনে ফিরে গিয়ে স্ক্রিন শেয়ারিং আইকনে পুনরায় ক্লিক করতে হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অফিসের নথিপত্র শেয়ার করুন কিংবা পরিবারের সঙ্গে ছবি, ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিংবা অনলাইনে কেনাকাটা – স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে লাইভ ভিউ শেয়ার করুন।

যেসব খাবারে বাড়বে শরীরে শ্বেত রক্তকণিকা

এছাড়াও হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, স্ক্রিন শেয়ারিং এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ ভিডিও কলে যাই শেয়ার করা হোক না কেন বিষয়বস্তু ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলের বাইরের কেউ তা রেকর্ড করতে পারবে না, এমনকী হোয়াটসঅ্যাপও নয়।