জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয়েছে গণনা। বিএনপিহীন নির্বাচনে এবার নৌকার বিপক্ষে দাপট দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে পিছিয়ে নেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক। বেশ কিছু আসনে নৌকা, স্বতন্ত্রসহ অন্য প্রার্থীদেরকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থীরা।
যেসব আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী: ঠাকুরগাঁও-৩ (রাণীশকৈল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত) এবং পীরগঞ্জ উপজেলা) হাফিজ উদ্দিন আহম্মেদ বিজয়ী হয়েছেন।
রংপুর-৩ (রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩ নং ওয়ার্ড সমূহ) গোলাম মোহাম্মদ কাদের বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলা) এ কে এম মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর উপজেলা) মোঃ আশরাফুজ্জামান বিজয়ী হয়েছেন।
পটুয়াখালী-১ (সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা) এ. বি. এম রুহুল আমিন হাওলাদার বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ উপজেলা এবং তাড়াইল উপজেলা) মুজিবুল হক বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা) আনিসুল ইসলাম মাহমুদ বিজয়ী হয়েছেন।
এবারের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।
সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।