মুখের ত্বকের মতোই হাত পায়েরও প্রয়োজন যত্ন। কেননা সারা দিনের চলাফেরায় যে অঙ্গ সব সময় সায় দিয়ে যাচ্ছে, সেই হাত ও পায়ের যত্নের কথাই কিন্তু বেমালুম ভুলে যাই আমরা। ধুলাবালু, রোদ আর দূষণের ফলে নিয়মিত যত্ন না নিলে দেখা দিতে পারে নানা সমস্যা।
রূপচর্চার গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা। অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে এখন সবাই কম বেশি জানেন। অসংখ্য পুষ্টি উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর অ্যালোভেরা ত্বকের বয়সের ছাপের বিরুদ্ধে লড়াই করে। এবং রোদে পোড়াভাব খুব সহজেই সারিয়ে তুলতে পারে।
অপর দিকে শসার রস কালো দাগ দূর করতে বেশ কার্যকরী। এ ক্ষেত্রে বানিয়ে নেয়া যায় একটি ঘরোয়া প্যাক। এক টেবিল চামচ অ্যালোভেরা রস ও ৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে সহজেই তৈরি করা যায় এই প্যাক। যা সপ্তাহে অন্তত দুইবার, ১০ মিনিট করে হাত পায়ে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। হাত, পায়ের কালো দাগ ও রোদের পোড়া দাগ দূর করতে এটি বেশ কার্যকর। আবার শুধু অ্যালোভেরা জেলও দাগ দূর করতে বেশ কার্যকর।
কমলার খোসা
কমলার খোসায় থাকে সাইট্রিক অ্যাসিড। যা ত্বকের কালচে ভাব দূর করে ও ত্বকের ময়লা পরিষ্কার করে। তবে ব্যবহারের আগে এই খোসা ব্যবহার উপযোগী করে নিতে হবে। এ জন্য প্রথমে কড়া রোদে কমলার খোসা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। খোসা শুকিয়ে গেলে ভালোভাবে গুঁড়া করে পাউডার তৈরি করে নিতে হবে। ৪ টেবিল চামচ কমলার খোসার গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।
বেসন
বেসন দিয়ে শুধু সুস্বাদু খারই তৈরি হয় না। ত্বক পরিষ্কার ও লাবণ্য ফিরিয়ে আনতে এর জুড়ি নেই। হাত পায়ের লাবণ্য ফিরিয়ে আনতে বেসনের মাস্কের ব্যবহার বেশ কার্যকর। এই মাস্ক তৈরিতে দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চাচামচ হলুদের গুঁড়া, দুই টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে।
আলু ও লেবু
আলু ত্বকের যে কোন ধরনের কালো দাগ দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। আলুর সঙ্গে লেবু মিশিয়ে নিলে তা আরও কার্যকর হয়ে ওঠে। এ জন্য এক টেবিল চামচ আলু ও লেবুর রস এক সাথে মিশিয়ে ১৫ মিনিটের জন্য হাত ও পায়ে মাখিয়ে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।