লাইফস্টাইল ডেস্ক : কোনো কোম্পানিতে দীর্ঘদিন কাজ করার পরেও অনেকের প্রমোশন বা পদোন্নতি হয় না কিংবা বেতন বাড়ে না। এ নিয়ে মানসিক চাপে থাকেন তারা। যার প্রভাব পড়ে পারিবারিক জীবনেও।
বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদন থেকে জেনে নিই, কী কারণে আপনার পদোন্নতি হচ্ছে না।
আপনার অনাগ্রহ
চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রতি আপনার নিজেরই গুরুত্ব নেই। ফলে প্রতিষ্ঠানেরও আগ্রহ থাকবে না এ ব্যাপারে। আপনার পদোন্নতি প্রয়োজন নেই মনে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
পদোন্নতির জন্য তাড়াহুড়া
অনেকে নতুন চাকরিতে ঢুকেই পদোন্নতির জন্য তাড়াহুড়া লাগিয়ে দেন। পদোন্নতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাপ দেয়া শুরু করেন। তবে এতে হিতে বিপরীত কাজ করতে পারে। বিষয়টি ভালো চোখে নাও দেখতে পারে কর্তৃপক্ষ। অতএব আগে নিজেকে নিষ্ঠাবান কর্মী হিসেবে প্রমাণ করুন, এরপর পদোন্নতি বা বেতন বৃদ্ধির অনুরোধ করতে পারেন।
প্রস্তুতির অভাব
পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আগে ভালোভাবে প্রস্তুতি নিন। আপনার কাজে কর্তৃপক্ষ কেমন সন্তুষ্ট সেটি জেনে নিন। এ ছাড়া আপনার অগ্রগতি সম্পর্কেও কর্তৃপক্ষকে জানাতে হবে। কোন পদটি আপনার প্রয়োজন, কত বেতন চান-বিষয়গুলো আগেভাগেই ঠিক করে নিন।
ন্যায্যতা দাবি করা
প্রতিষ্ঠানে পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য ন্যায্যতার দাবি তুললে আপনার প্রসঙ্গে বৈরী মনোভাব তৈরি হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। তারা অসন্তুষ্ট হলে চাকরিতে কোনোভাবেই আপনার উন্নতি করা সম্ভব নয়।
চাকরি পরিবর্তনের প্রসঙ্গ না আসা
আপনার কাজে প্রতিষ্ঠান সন্তুষ্ট থাকলেও অনেক সময় পদোন্নতি বা বেতন বৃদ্ধি করতে চায় না। সে ক্ষেত্রে ভিন্ন প্রতিষ্ঠানে ভালো সুযোগ পেলে আপনি চলে যাবেন এমন সম্ভাবনা দেখলে স্বাভাবিকভাবে আপনাকে রেখে দিতে চাইবে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।