যেসব জিনিস দিয়ে তৈরি করা হয় নকল ওষুধ

নকল ওষুধ

বিনোদন ডেস্ক : ঠাণ্ডা-শ্বাসকষ্ট ও গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল প্রচলিত ‘মোনাস-১০’ ও ‘প্যানটোনিক্স-২০’। চুয়াডাঙায় আটা-ময়দা আর রং ব্যবহার করে এ দুটি ট্যাবলেট নকল তৈরি করে রাজধানীর মিটফোর্ড এলাকার ওষুধ মার্কেটে আনা হতো। এরপর ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় দেশজুড়ে ফার্মেসিগুলোতে।

নকল ওষুধ

এই নকল ওষুধের সূত্র ধরে গত বুধবার রাতে রাজধানীর চকবাজার, ফকিরাপুল ও চুয়াডাঙ্গায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে এই নকল ওষুধের পাইকারি বিক্রেতা আলী আক্কাস শেখ ও ওয়েস্ট ফার্মাসিউটিক্যালসের মালিক গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ লাখ ৩৪ হাজার ২৮০ পিস নকল প্যানটোনিক্স-২০ ট্যাবলেট ও ১৮ হাজার পিস নকল মোনাস-১০ ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভালো থাকতে নিজের মন নিয়ন্ত্রণ করুন

এসব তৈরি করা হচ্ছিল চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামের আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানায়।

ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।