যারা ছবি তুলতে ভালোবাসেন এবং পাশাপাশি খুব সহজে স্মার্টফোনে ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে নিজের পছন্দমত এডিট করে বন্ধুদের সাথে তা শেয়ার করতে চান তাদের জন্য নিত্যদিনের সঙ্গী হতে পারে এরকম কিছু ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
ফটো ডিরেক্টর ফটো এডিটর
এই অ্যাপটি শুধু এন্ড্রয়েড এ অ্যাভেলেবল রয়েছে। অ্যাপল ডিভাইসের জন্য অ্যাভেলেবল নেই। আরজিবি কালার চ্যানেল, হোয়াইট ব্যালেন্স, টোন, ব্রাইটনেস, ডার্কনেস, এক্সপোজার, কন্টাস্ট ইত্যাদি বিষয় নিয়ে গভীরভাবে এডিটিং করার ফিচার এই সফটওয়ারে রয়েছে।
ফটো এফেক্টস প্রো
তাদের জন্য এই অ্যাপটি সবথেকে উপযুক্ত হবে যারা ফিল্টার, বিভিন্ন এফেক্ট, স্টিকার ইত্যাদি বিষয়ে যুক্ত করতে পছন্দ করেন। এখানে প্রায় 40 ধরনের ফিল্টার এবং এফেক্ট রয়েছে। পাশাপাশি টেক্সট, স্টিকার, বিভিন্ন স্টাইলের ফ্রেম যুক্ত করতে পারবেন। তবে সব ফিচারই ব্যাসিক লেভেল পর্যন্তই ইন্সটল করা আছে। আশা করা হচ্ছে ডেভেলপাররা সামনে কাস্টমারদের জন্য আরো নতুন অপশন নিয়ে আসবে।
ফটো ল্যাব পিকচার এডিটর
এই সফটওয়্যার এর ফ্রি ভার্সনের পাশাপাশি প্রো ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। এটি খুবই জনপ্রিয় না হলেও প্রায় 640 রকমের ফিল্টার, ফ্রেম এবং নানা স্টাইল এর এফেক্ট যুক্ত করা আছে। যেকোনো কাস্টমারদের জন্যই এটা বেশ বড় ধরনের কালেকশন বলা যেতে পারে যা অন্য কোন অ্যাপে সচরাচর পাওয়া সম্ভব নয়। ফটো এডিট করা সম্পূর্ণ হলে তা দ্রুত নিজের বন্ধুদের সাথে শেয়ার করার অপশনও রয়েছে।
ফটোমেট আর থ্রি
এর আগের ভার্সন আর টু সফলতার মুখ দেখার পরে এটার পরবর্তী ভার্সন আর থ্রি রিলিজ করেছে। যতদিন যাচ্ছে এই অ্যাপটি ততই সমৃদ্ধ হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের এডিটিং টুল এখানে যুক্ত করা আছে। এই অ্যাপে আপনি লেন্স নিয়ে কাজ করতে পারবেন কারণ এখানে লেন্সের যথেষ্ট কালেকশন রয়েছে।
পিকস আর্ট
পিকসার্ট অনেক জনপ্রিয় এবং প্রায় দীর্ঘদিন ধরেই এটি ব্যবহৃত হয়ে আসতেছে। আজকের দিন পর্যন্ত এই অ্যাপটির ২৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। ডেভেলপারদের ধন্যবাদ জানাতে হয় কারণ তারা প্রতিনিয়ত এই অ্যাপকে আপডেটের মাধ্যমে আধুনিক এবং সমৃদ্ধ করে চলেছে। ফিল্টার টেক্সট স্টিকার কলেজ সহ নানা ধরনের এডিটিং টুল এই অ্যাপে সংযুক্ত করা আছে। ১০০ টিরও বেশি এডিটিং টুল এখানে উপস্থিত থাকায় কাস্টমারদের জন্য সৃজনশীল উপায়ে ফটো এডিটিং করার সুবিধা রয়েছে। তাছাড়া বিভিন্ন জিআইএফ এবং এনিমেশন এর অপশন তো আছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।