বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভিভো সংস্থা জানিয়েছে তারা ভারতে টি সিরিজের (Vivo T Series Phone) আরও ফোন লঞ্চ করতে চলেছে। এবার তারা লঞ্চ করতে চলেছে ভিভো টি২ ৫জি (Vivo T2 5G Series) সিরিজ। ভারতে খুব তাড়াতাড়ি ভিভো ‘টি’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ হবে বলে অনুমান। এই স্মার্টফোন সিরিজে ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। গতবছর ভিভো টি১ ৫জি ফোন লঞ্চ হয়েছিল।
এবার আসছে তারই সাকসেসর মডেল। চলতি বছর এপ্রিলেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চের কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে এই স্মার্টফোন সিরিজের ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি- এই দুই ফোন কেনা যাবে ভারতের ফ্লিপকার্ট থেকে।
ভিভো টি২ ৫জি সিরিজের ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ভিভো টি২ ৫জি ফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার।
অন্যদিকে আবার শোনা গিয়েছে, ভিভো টি২এক্স ৫জি ফোন যে দামে লঞ্চ হবে, এত কম দামে ভিভো সংস্থা ভারতে এখনও পর্যন্ত কোনও ফোন লঞ্চ করেনি।
ভিভো টি২ ৫জি ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এছাড়াও ভিভো টি২এক্স ৫জি ফোন ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
শোনা যাচ্ছে, এপ্রিলেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি২ ৫জি সিরিজ। এর দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কমে। ভিভো টি২ ৫জি ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অন্যদিকে ভিভো টি২এক্স ৫জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট।
ভিভো টি২ ৫জি সিরিজের দুটো ফোনেই এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।