বলিউডে শাহরুখ খানের প্রভাব কেমন সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তিনি বলিউডে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছেন। সাধারণ মানুষ তার ভক্ত। এমনকি অনেক তারকারাও তার ভক্ত। অনেক জনপ্রিয় তারকা শাহরুখ খানের মতো হতে চেয়েছেন। শাহরুখ খানের ভালো গুণের কথা প্রায় শোনা যায়।
শাহরুখ খানের এত এত ভালো গুণের মাঝেও তিনি ধূমপান ছাড়তে পারেননি। কয়েক বছর আগেও খবর সামনে এসেছিল যে, তিনি ধূমপান ছেড়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু সেটা আর বাস্তবে সম্ভব হয়ে ওঠেনি।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট স্টেডিয়ামে ধূমপান করার মাধ্যমে তিনি বিতর্কে জড়িয়েছেন। অনেকের ধারণা করে যে, শাহরুখ খান একজন সত্যিকারের চেইন স্মোকার। ১৯৮৭ সালে মুক্তি পাবে শাহরুখ খানের অভিনয় করা সিনেমা কয়লা।
এ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খানকে অনেক কাছ থেকে দেখেন প্রদীপ। তিনিও কয়লা সিনেমায় কাজ করেছেন। প্রদীপ জানান যে, শাহরুখ খান অনেক বেশি ধূমপান করে থাকেন। তিনি আরো জানান যে, শাহরুখ খানের ব্যবহার বেশ ভালো।
তিনি শাহরুখ খানকে একজন চমৎকার মানুষ হিসেবে অভিহিত করে থাকেন। তিনি আরো জানান যে শাহরুখ খানের মতো অন্য কাউকে তিনি এতটা ধূমপান করতে দেখেননি। একটি সিগারেট শেষ হলে শাহরুখ খান অন্য আরেকটি সিগারেট হাতে নিতেন।
এছাড়া শাহরুখ খানের অন্যান্য বন্ধুরা জানান যে, তাকে বিভিন্ন খাবারের থেকে সিগারেট খেতে দেখা যায় বেশি। কিং খানের সবথেকে কাছের সঙ্গী ছিল সিগারেট এবং কফি। এমনকি বিভিন্ন ঠান্ডা পানি তিনি অনেক বেশি পান করতেন। তবে ধূমপানের অভ্যাস এখনো ছাড়তে পারেনি শাহরুখ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।