আন্তর্জাতিক ডেস্ক: দেশের মানুষের নয়নের মণি রতন টাটার কাছে নতুন স্টার্টআপে বিনিয়োগ মোটেই নতুন কিছু নয়। তিনি তাঁর বিনিয়োগের মাধ্যমে সাফল্যের উচ্চতা স্পর্শ করার সুযোগ দিয়েছেন অনেক তরুণ- তরুণীর স্বপ্নকে। কিন্তু, এবার তিনি এমন একটি বিশেষ স্টার্টআপে বিনিয়োগ করেছেন, যা আগে কখনও করেননি। এবার টাটা একটি স্টার্টআপে বিনিয়োগ করেছে যে সংস্থা প্রবীণদের পাশে থাকে।
স্টার্টআপে বিনিয়োগ করলেন রতন টাটা
গুড ফেলো নামে একটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন রতন টাটা। এই স্টার্টআপটি মূলত বয়স্ক ব্যক্তিদের কথা ভেবে তৈরি। এই স্টার্টআপে বিনিয়োগ করার সময়, নিজের মনের কথাও প্রকাশ করেন তিনি। তিনি জানান, বয়স হলে কেমন লাগে। মনে রাখতে হবে রতন টাটারও বয়স ৮৪ বছর। এই স্টার্টআপটি শুরু করেছেন রতন টাটার প্রিয় ও স্নেহভাজন শান্তনু নাইডু। বয়সে যুবক এই শান্তনু একদিকে রতন টাটার পরামর্শদাতা, আবার অন্যদিকে বন্ধুও। গত মাসে রতন টাটার সঙ্গে তাঁর একটি ছবি ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করে নিয়েছিল।
স্টার্টআপটি বয়স্কদের সেবা করবে ও পাশে থাকবে
রতন টাটা ঠিক কত টাকা বিনিয়োগ করেছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে, রতন টাটা শান্তনুকে তাঁর প্রশংসনীয় পদক্ষেপের জন্য অভিনন্দন জানান। তিনি জানান, এই স্টার্টআপটি ভবিষ্যতের রাস্তায় সঠিক পথে হাঁটলে তিনি খুব খুশি হবেন।
রতন টাটা বলেন, “”আপনারা জানেন না একা থাকতে কেমন লাগে! বাধ্য হয়ে একা থাকতে না হলে, একাকীত্বর যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না।” তিনি বলেন, “কেউ বুড়ো হয়ে যেতে চায় না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।