বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সিম সঙ্কটে পড়তে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন (জিপি)। প্রতিষ্ঠানটির হাতে যে পরিমাণ সিম রয়েছে,তা দিয়ে বড়জোর দুই সপ্তাহের চাহিদা মেটানো যাবে। এরপর আর গ্রাহকদের কাছে সিম বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সোমবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদেরকে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াসির আজমান বলেন,আমাদের হাতে কোনও সিম নেই।খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে।সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না।
তিনি বলেন,বিটিআরসি তাদেরকে আর নতুন করে সিম বিক্রির অনুমতি দিচ্ছে না। এমনকি যেসব সিম ১৮০ দিনের বেশি নিষ্ক্রিয় রয়েছে,সেগুলোর বিপরীতেও নতুন বিক্রির অনুমতি মিলছে না। এই ধরনের সিমের সংখ্যা প্রায় ৩০ লাখ বলে জানান তিনি। আর এটি দিয়েও প্রায় দেড় মাসের চাহিদা পূরণ করা সম্ভব হতো।
তিনি আরও বলেন,হাতে থাকা সব সিম বিক্রি হয়ে গেলে বিদ্যমান গ্রাহকদের কারো সিম নষ্ট হয়ে গেলেও সেগুলো রিপ্লেস করা যাবে না। তখন শুধু কোম্পানির জন্য নয়, গ্রাহকদের জন্যও নতুন সঙ্কট তৈরি হবে।
উল্লেখ,কোম্পানিটির কাছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রায় ১২শ কোটি টাকা বকেয়া রাজস্ব দাবি করেছে। ওই দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সিম ইস্যুসহ কোনো নতুন সেবার অনুমতি বন্ধ রেখেছে বিটিআরসি।
বিটিআরসির দাবি এবং আদালতের নির্দেশনার প্রেক্ষিতে কোম্পানিটি ৫৭৫ কোটি টাকা পরিশোধে আগ্রহের কথঅ জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ইয়াসির আজমান বলেন,সরকারের বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে যে সংকট চলছে,তিন থেকে চার সপ্তাহের মধ্যে তার দৃশ্যমান উন্নতি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।