বিনোদন ডেস্ক: গত ১৮ ডিসেম্বর শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর। এবারের আসরে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছিল কাতার। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা।
এই বিশ্বকাপে আলোচিত মানুষের ভেতর অন্যতম ছিলেন মিস ক্রোয়েশিয়া খ্যাত মডেল ‘ইভানা নল’। কাতার আগেই ঘোষণা করেছিল শালীন পোশাক পরে বিশ্বকাপে নারী দর্শকদের খেলা দেখতে আসার ব্যাপারে। তবে এই মডেল খোলামেলা পোশাক পরে খেলা দেখতে আসায় বরাবরই আলোচনায় ছিলেন।
এজন্য তাকে কাতারের পক্ষ থেকে সতর্ক বার্তাও দেয়া হয়েছিল। সেসবের তোয়াক্কা না করে খোলামেলা পোশাকেই আসতেন গ্যালারিতে।
বিশ্বকাপে ইভানার দেশ ক্রোয়েশিয়া হয়েছে তৃতীয়। মরক্কোকে তারা হারিয়ে তৃতীয় স্থান দখল করে। বিশ্বকাপ আয়োজক হিসেবে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে কাতার। এবার ক্রোয়েট সুন্দরীও প্রশংসা পেয়েছে কাতার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি কাতারের প্রশংসা করে লেখেন, ‘ধন্যবাদ কাতার! এটা ছিল সেরা বিশ্বকাপ! আমার মন ভরে গেছে এবং আমি খুব গর্বিত যে, আমরা বিশ্বকে দেখিয়েছি, আমরা সবাই একে অপরের সংস্কৃতি, ধর্ম এবং জীবনযাপনকে গ্রহণ করছি! এতগুলো দেশ এক জায়গায়, বড় এক বিশ্বকাপ পরিবার! তোমাকে ভালোবাসি। শিগগিরই দেখা হবে কাতার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।