আন্তর্জাতিক ডেস্ক : বাক স্বাধীনতায় হস্তক্ষেপ ও তথ্য প্রবাহে বিধিনিষেধ আরোপের জন্য আগে থেকেই সমালোচিত হয়ে আসছে করোনাভাইরাসের উৎপত্তিস্থান হিসেবে পরিচিত চীন। এবার চীনা সরকারের বিরুদ্ধে কথা বলায় এক সাংবাদিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রশাসন। ওই সাংবাদিকের নাম চেন জেইরেন।
গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে আজ শুক্রবার তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ওয়াইয়ো নিউজ।
সাংবাদিক চেনের বিরুদ্ধে এই রায়ের বিষয়ে হুনান প্রদেশের আদালত থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বন্দ্ব-বিবাদ, রাজনৈতিক ও সামাজিক গোলযোগ সৃষ্টিতে উসকানি দেওয়া, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ঘুষ নেওয়ার অপরাধে তাকে ১৫ বছরে কারদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বিবৃতিতে আরও বলা হয়েছে, পরামর্শ দেওয়ার আড়ালে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় গোপন করার জন্য চেন ‘মিথ্যা’ এবং ‘নেতিবাচক’ তথ্য অনলাইনে পোস্ট করেছিলেন। একই সঙ্গে তিনি চেন, তার প্রাক্তন স্ত্রী এবং আরও তিনজন শত্রু পক্ষের হয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছিলেন।
তবে আদালতের এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে চীনা মানবাধিকার রক্ষাকারী একটি সংগঠন। সংগঠনটি জানিয়েছে, উইচ্যাট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বিরোধী বিভিন্ন অনুসন্ধানমূলক তথ্য প্রকাশের কারণে সাংবাদিক চেনকে এই কারদণ্ড দেওয়া হয়েছে। এর আগে একই কারণে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে চীনা ইয়োথ ডেইলি, বেইজিং ডেইলি এবং পিপলস ডেইলি থেকে বরখাস্থ করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে চীনের করোনাভাইরাস নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশের কারণে দেশটিতে কর্মরত দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের ১৩ জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


