ভারতের মহারাষ্ট্রে প্রায় ৩০ হাজার গরিব মহিলা শ্রমিক মজুরি পাওয়ার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দিয়ে দিয়েছেন। নারী শ্রমিকদের ভয়াবহ দুর্দশার এ চিত্র উঠে এসেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান নিতিন রাউতের চিঠিতে।
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, মজুরি পেতে হাজার হাজার নারী শ্রমিক জরায়ু কেটে বাদ দিচ্ছেন। ওই কংগ্রেস নেতা এই বিষয়টিতে নজর দিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে।
কিন্তু জরায়ুর সঙ্গে মজুরির কী সম্পর্ক? চিঠিতে তিনি লিখেছেন, আখের ক্ষেতে বহু মহিলা কাজ করেন। কিন্তু রজঃস্বলা অবস্থায় সাধারণত সাত দিন তাঁরা কাজ করতে পারেন না। ফলে ওই সাত দিনের মজুরিও তারা পান না। সেই মজুরি যাতে বাদ না যায় বা কাজে বিরতি না দিতে হয়, সেই কারণেই অস্ত্রোপচার করে পুরো জরায়ু বাদ দিয়ে দেন। হিস্টেরেক্টমি নামে এই অস্ত্রোপচার করলে আর ঋতুস্রাব হয় না।
নিতিন রাউত চিঠিতে জানিয়েছেন, প্রায় ৩০ হাজার গরিব মহিলা শ্রমিক মজুরি পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েও অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দিয়ে দিয়েছেন। মহারাষ্ট্রে কিছু দিন আগেই শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট সরকার গঠন করেছে। জোট শরিক হয়েও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন নিতিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।