বিপিএলের সর্বশেষ আসরে ছিলেন অবিক্রিত। তবে চলমান আসরের আগে বিপিএল ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাব্বির রহমানকে। শোনা যায়, ঢাকার মালিক শাকিব খান নিজে আগ্রহ দেখিয়েছিলেন হার্ড হিটার এই ব্যাটারকে নিয়ে। তবে শুরুর তিন ম্যাচের কোনোটিতেই দেখা যায়নি তাকে। ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল কেন খেলছেন না সাব্বির।
অবশেষে সাব্বিরের না খেলার বিষয়ে জানা গেল বিস্তারিত। দলীয় অনুশীলন শেষে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানে জানিয়েছেন ডিসিপ্লিন ইস্যুর কারণেই ঢাকা পর্বের কোনো ম্যাচে দেখা যায়নি সাব্বিরকে। তবে সিলেট পর্বে থাকছেন সাব্বির।
সুজন বলছিলেন, ‘সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসে নাই। যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসে নাই এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি।’
12 GB Ram নিয়ে বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S25 সিরিজের স্মার্টফোন
‘সাব্বির অবশ্যই ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি যে কালকে ম্যাচ থেকে ওকে খেলাতে পারব। তার অভিজ্ঞতাটা কাজে দিবে, আমি বিশ্বাস করি। সাব্বিরের দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে, অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না কারণটা আমি জানিয়ে দিলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।