বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। তার ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আর এই পোস্ট করাকে কেন্দ্র করেই জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস তার নামে জিডি করেছেন। পরিচালকের বিরুদ্ধে তিনি ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন।
রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি সোমবার ৭ মার্চ এ জিডিও করেছেন। জিডি নম্বর ৩৭৮।
সেখানে অরুণা লিখেছেন, গতকাল (৭ মার্চ) সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। বিষয়টি আমি আমার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছি।
অরুণা বিশ্বাস আরও উল্লেখ করেন, ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে অরুণা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফাজলামির একটা লিমিট আছে, এভাবে বারবার প্রতিটা শিল্পীকে নিয়ে তিনি বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান জায়গায় তিনি ছড়িয়ে দেন। এবার আর আমি ছাড় দিচ্ছি না।’
তিনি আরও বলেন, তার কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও আমি প্রমাণ হিসেবে জমা দিয়েছি। এবার আমার বেলায়ও কাজটি সে করেছে। তিনি কি মানসিকভাবে অসুস্থ কি না, এটাও আমি জানতে চাই। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কীভাবে একের পর এক শিল্পীদের নিয়ে বাজে কথা বলেন। এর শেষটা দেখব আমি।’
উল্লেখ্য, মালেক আফসারী ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মাস্টার মেকার হিসেবে পরিচিত। মালেক আফসারী নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালক। সালমান শাহ, বুলবুল আহমেদ, রোজী আফসারী অভিনীত ‘এই ঘর এই সংসার’ ছাড়াও ‘হীরা চুনি পান্না’, ‘ক্ষমা’, ‘ক্ষতিপূরণ’, ‘দুর্জয়’, ‘রাজা’র মতো ছবি নির্মাণ করেছেন। সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাসওয়ার্ড’। বর্তমানে তিনি তার ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
অন্যদিকে অরুণা বিশ্বাসের ‘চাপা ডাঙার বউ’সহ বেশ আলোচিত চলচ্চিত্র রয়েছে। অভিনয়ের পাশপাশি তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও জড়িত।
বেলুন বিক্রেতা থেকে রাতারাতি তারকা, নেটদুনিয়া মাতাচ্ছেন এই কিশোরী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।