বিনোদন ডেস্ক : বলিউডে ‘অ্যানিমেল’ ঝড় বইছে। মুক্তির পর থেকেই রেকর্ড গড়ছে রণবীর কাপুরের এই ছবি। ছবিটি দিয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন ববি দেওল। জামাল কুদু গানের মাধ্যমে সিনেমাটিতে অ্যান্ট্রি করা ববি দেওল যেন হাওয়ায় ভাসছেন।
সিনেমায় ববি যে অনবদ্য অভিনয় করেছেন, তা খুব আলোচিত হয়েছে। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন, তার দুই ছেলে অভিনয়ে আসতে চায়। তবে অভিনয়ে আসার আগে দুই ছেলে আরইয়ামান ও ধারামকে ভালো করে হিন্দি শিখতে পরামর্শ দিয়েছেন ববি!
শুনতে অবাক লাগলেও ‘ফিল্ম কম্পেনিয়ন’কে এ কথা বলেন ববি। তিনি বলেন, একজন অভিনেতার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের সঙ্গে দেখা হলে আমি তাদের প্রস্তুতি সেরে নেবার কথা বলি। যেমন আমার ছেলেরা অভিনেতা হতে চায় এবং আমি তাদের বলি আগে হিন্দি ঠিক করো। এর কারণ হচ্ছে, তারা হিন্দি বলে অভ্যস্ত নয়, তারা একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলে।
‘বাদল’ খ্যাত এই অভিনেতা আরও বলেন, আমি মনে করি, যখন আপনি লাইন (সংলাপ) বলার নিয়ন্ত্রণ নিতে পারবেন, আপনার আর কিছু ভাবতে হবে না। আপনাকে কেবল চরিত্রকে অনুভব করতে হবে।
অবশ্য আগেই ববি জানিয়েছিলেন তার দুই ছেলে সিনেমায় আসতে চায়। কিন্তু তিনি তাদের লঞ্চ করবেন না। ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ববি বলেছিলেন, শো বিজনেসের মতো কোনো ব্যবসাই নেই এবং আমার ছেলেরা এই ইন্ডাস্ট্রিতে আসবে। তবে তারা খুব ছোট। বিশেষ করে আমার বড় ছেলের বয়স ২২ এবং ছোট ছেলের বয়স ১৯ বছর। তাই আরও ৩-৪ বছর পর তারা ইন্ডাস্ট্রিতে আসবে।
প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত অ্যানিমেল সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। এছাড়াও অভিনয় করেন অনিল কাপুর, ববি দেওল, রাশ্মিকা মান্দানা ও তৃপ্তি দিমরি। মুক্তির পরই আলোড়ন তোলে অ্যানিমেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।