ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি বেশ কিছু খাবারের সঙ্গে তুলনা করেছেন টলিউড অভিনেতা-অভিনেত্রীদের। বড় ও কালো আঙুরের সঙ্গে তুলনা করেছেন প্রযোজক-অভিনেতা দেবের।
দেবকে কালো আঙুর বলার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘দেখতে সুন্দর, পরিশ্রমী ও দামি, তাই ও ওই আঙুরটাই।’ সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। হয়ত এই লেখাটা তিনি পড়ছেনও।
একটা কথা শেয়ার করি, আমি তার সঙ্গে কাজ করছি। আমার এতটাই ক্রাশ যে, ডেট চাওয়ার সময় আমি অনির্বাণকে ফোন করে বলেছিলাম, তোমাকে ডেট পিছতে হবে না আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।’
তার কথায়, ‘প্রেমে ব্যর্থ হওয়ার চেয়ে বেশি কষ্ট লাগে ডায়েট করতে বললে। কিন্তু আমাদের যা পেশা, কষ্ট করে সহ্য করি। উপায় নেই। এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, রুটি-চাপ কিংবা ভাত-ডাল, কিন্তু খেতে হচ্ছে এটা।’
প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।