স্পোর্টস ডেস্ক : সেন নদীর পানি দূষিত থাকায় দ্বিতীয় বারের মতো পিছিয়েছে ট্রায়াথলন সাঁতারের অনুশীলন। প্রথম দফায় পেছানোর পর সোমবার (২৯ জুলাই) এর আয়োজনের কথা ছিল। দুবার পেছানোয় বিপাকে অ্যাথলিটরা।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল সেন নদী। প্যারিসের ভেতর দিয়ে বয়ে চলা এই নদীকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন। নদীতে প্রায় ৬ কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছিলেন অ্যাথলিটরা। এবার সেই সেন নদীর কারণে বড় ধাক্কা খেল আয়োজক কর্তৃপক্ষ। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা।
সেন নদীর পানি নিয়ে অনেক আগ থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই এ নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর পরীক্ষায় ন্যূনতম মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল। যা প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকেই প্যারিসে শুরু হয় বৃষ্টি। এ কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সপ্তাহের মধ্যেই ইভেন্টটি আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা।
প্যারিসের মেয়র অ্যান্টোনি গিলু বলেন, ‘গত কয়েক সপ্তাহ সেন নদীর গতিপ্রবাহ কেমন ছিল তা আমরা দেখেছি। এটাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। এতে সেন নদীর পানির মান খারাপ হয়েছে। তবে জুলাইয়ের শুরুর দিকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক ও আবহাওয়া ভালো ছিল।’
মূলত ৩টি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয় ট্রায়াথলন। যেখানে দেড় কিলোমিটার সাঁতারে অংশ নিতে হয়। এরমধ্যে সাতারের ভেন্যু ছিল সেন নদী। পানির মান খারাপ থাকলেও ট্রায়াথলনের জন্য অ্যাথলিটদের সঙ্গে কথা বলতে চান প্যারিসের অফিসিয়ালরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।