জুমবাংলা ডেস্ক : শুক্রবার কুমিল্লার কান্দিরপাড়ে নির্মাণাধীণ রুপায়ণ দেলোয়ার টাওয়ার ধসে পড়েছে। এ ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত এবং ১৪ শ্রমিক আহত হয়েছেন।
কেন এই নির্মানাধীণ দালানটি ধসে পড়লো? এ বিষয়ে নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ করায় রুপায়ন টাওয়ারের নির্মাণাধীণ ছাদের সামনের অংশটি ভেঙে পড়ে। এছাড়া মাটি থেকে ৩০ ফুট উপরে বাঁশ ও কাঠের সাহায্যে যে ঢালাইয়ের কাজ করা হয় সেই বাঁশ ও কাঠ হেলে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার সকাল ৮টা থেকে রুপায়ন দেলোয়ার টাওয়ারের কাজ শুরু হয়। কাজ চলাকালে সন্ধ্যা সোয়া ৫টার দিকে তিনতলা ছাদের ঢালাই দেয়ার সময় বিকট আওয়াজ করে ভেঙে পড়ে। এ সময় ৯ জন আহত হন এবং রেজা নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। নিহত রেজা রংপুরের গঙ্গাছড়া উপজেলার মনভোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাননাথ সাহা জানান, ধসে পড়া দালানের মধ্যে থেকে স্থানীয়রা ৪জন এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাকি ৫ জনকে উদ্ধার করি। পরে শুনতে পেয়েছি একজন মারা গেছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার তৎপরতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজের ক্যাজুয়েলিটি বিভাগের মেডিকেল অফিসার শফিউল ইমাম জানান, এ পর্যন্ত ১০জনকে আনা হয়েছে। যার মধ্যে রংপুরের রফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (২২), ভোলার জলিলের ছেলে মোশেদ (২৫), রংপুরের আনোয়ার হোসেনের ছেলে শফিকুর (১৮), আবদুল মান্নান, রংপুরের ইমরান (২০), চাপাইনবাবগঞ্জের তালু মিয়া, রংপুরের আবদুল মান্নানের ছেলে শিমুল (২২), রংপুরের বাবুলের ছেলে রানা ও রংপুরের আলামিন। তবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় ১৪ জন আহতকে আমরা চিকিৎসা দিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



