সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নাম-পরিচয় ব্যবহার করে ফেইক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার খবর প্রায়ই শোনা যায়। যে কারণে প্রায়ই বিড়ম্বনার মুখে পড়তে হয় অভিনেতা-অভিনেত্রীদের।
এবার তেমনই এক বিড়ম্বনার শিকার হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই অভিনেতার নামে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করছেন কোনো এক প্রতারক।
বিষয়টি উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে সাবধান করেছেন বুশরা নামের এক তরুণী। তার সেই স্ট্যাটাস শেয়ার করে পলাশও জানিয়েছেন, তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে পা না দেন।
ভক্তদের সতর্ক করে পলাশ লিখেছেন, প্লিজ সাবধান। এসব ফেইক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।
পলাশ যেই তরুণীর পোস্টটি শেয়ার করেছেন সেখানে লেখা ছিল, আজকে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে কথা বলব! জিয়াউল হক পলাশ ভাইয়াকে আপনারা কম বেশি সবাই চেনেন। আপনারা যেই অনস্ক্রিন পলাশকে চেনেন, কাবিলা এবং আরও অনেক দুর্দান্ত চরিত্রের অভিনেতা হিসাবেই আপনাদের কাছে উনি পরিচিত। কিন্তু ভাইয়াকে যারা কাছ থেকে চেনেন, তারা হয়তো জানবেন যে অভিনেতা হওয়ার পাশাপাশি ভাইয়া একজন নিবেদিত স্বামী ও বাবা। এর কিছু অংশ আমার নিজের দেখার সুযোগ হয়, আর আমার কাছে ব্যাপারটা অনেক ইন্সপায়ারিং!
এরপর প্রতারণার বিষয়টি উল্লেখ করে ওই তরুণী লেখেন, সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল। ইদানিং সেলিব্রিটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নরমাল ব্যাপার হয়ে দাড়িয়েছে। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো, এই বাম্বল-এ পলাশ ভাইয়ার প্রোফাইলটা ভেরিফায়েড। এখানে কোনো প্রোফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করা লাগে। আমি আসলে জানি না যে ফেক আইডির পেছনে যিনি আছেন, তিনি আসলে কীভাবে এটা সম্ভব করেছেন! কিন্তু পলাশ ভাইয়াকে এই বিষয় জানানোর পর উনি বলেন এটা তার ফেক আইডি এবং এই অ্যাপ তিনি কখনও ব্যবহার করেন নাই।
সেই স্ট্যাটাসে আরও লেখা হয়, এরই মধ্যে আমার দুইজন ফ্রেন্ড এই প্রফাইলের সঙ্গে ম্যাচ করে এই ফেক মানুষটার সাথে কথা বলে, ভাগ্য ভালো তারা কোন ফাঁদে পা দেয়নি। তবে যারাই এই অ্যাপ ব্যবহার করছেন, আমি অনুরোধ করব একটু বুঝে শুনে ব্যবহার করতে। শুধুমাত্র ভেরিফায়েড প্রোফাইল দেখেই কাউকে বিশ্বাস করবেন না, কারণ ক্লিয়ারলি এই সিস্টেমে ভুল আছে! আর যদি কথা হয়ই, আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি তাদের সাথে শেয়ার করবেন না। এই অসৎ মানুষগুলারে আল্লাহ হেদায়েত দিক!
এই পোস্টই নিজের অ্যাকাউন্টে শেয়ার করে অবস্থান পরিষ্কার করেছেন পলাশ। একইসঙ্গে ভক্তদেরও সাবধান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।