বিনোদন ডেস্ক : দিন তিনেক আগেই ঘুম থেকে উঠে মনের ব্যথা শেয়ার করেছিলেন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে। কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’
সোমবার(১৪ ডিসেম্বর) সকালে বোঝা গেল, কেন তিনি মনের মতো প্রেমিক খুঁজে পাচ্ছেন না!
শ্রীলেখা সকলের মধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছেন! এমন প্রেমিক লাখে একজন পাওয়া যায়।
সোমবার সকালে সাত বছর আগের একটি পোস্ট ফেসবুকে সামনে আসতেই নস্টালজিক অভিনেত্রী। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি আর জয় সেনগুপ্ত।
ক্যাপশনে লিখেছেন, ‘ছবি সামনে আসতেই ভিড় জমালো পুরনো স্মৃতি। শ্যুটিংয়ের ফাঁকে রাজনীতি থেকে অভিনয় হয়ে বই…সব নিয়ে জমজমাট আড্ডা।’
তার পরেই দীর্ঘশ্বাস, ‘ইসসস! যদি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমকালীন হতাম। পুরোটা না হলেও অন্তত সৌমিত্র কাকুর সময়ের কাছাকাছিও যদি জন্মাতাম তাহলে পর্দায়, বাস্তবে ওঁর সঙ্গে চুটিয়ে প্রেম করতাম।’
শ্রীলেখার এই আফসোস আছড়ে পড়েছে ফোনের ও পারেও, ‘ছবিটা দেখছি আর মনে পড়ছে ‘তিন ভুবনের পারে-র সৌমিত্রকাকুকে। ‘কে তুমি নন্দিনী’ গানের তালে সে কী ট্যুইস্ট!’
তার পরেই ফের কপালকে দুষলেন, ‘আমার একজন নায়কও ওই রকম ইন্টেলেকচ্যুয়াল প্রেমিক নন। ফলে, কোনও নায়কের সঙ্গে প্রেম হল না। আর সৌমিত্রকাকুর সংস্পর্শে যখন এলাম তখন তিনি বুড়ো। কাকু হয়ে গিয়েছেন আমার। কাকুর সঙ্গে প্রেম হয়?’
যদি মাঝবয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয়ের সুযোগ পেতেন তাহলেও নাকি তিনি প্রেম করতেন। তাতেও অভিনেত্রীর আপত্তি ছিল না।
যার প্রেমে সবাই পাগল তার সঙ্গে প্রেম করে শান্তি পেতেন? সারাক্ষণ ‘হারাই হারাই’ ভয় করত না?
শ্রীলেখা আরও অকপট, ‘ফ্যান ফলোয়ার্স আমারও কিছু কম নয়। টক্কর সমানে সমানে হত। উনিও আমাকে নিয়ে ইনসিকিওরিটিতে ভুগতেন। জমে যেত আমাদের প্রেম।’
তার পরেই হেসে ফেললেন অভিনেত্রী, তিনি নাকি অনেক পরে জানতে পেরেছেন এত পুরুষ তাকে চান, পছন্দ করেন, তাকে নিয়ে রাতে ফ্যান্টাসিতে ভাসেন!
‘ওই জন্যেই তো একবার বিয়ে ভাঙার পর আর বিয়ে করলাম না। আমাকে ঘিরে এই মোহ-র বলয়টাই নষ্ট হয়ে যাবে’, বলেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।