যে কারণে প্লাস্টিক সহজে নষ্ট হয় না

প্লাস্টিক

প্লাস্টিক টেরেফথালেট (terephthalate) নামের পলিইথিলিনে তৈরি। এই রাসায়নিক উপাদানের গঠন খুব মজবুত ও হালকা। এ জন্য শপিং ব্যাগ বা কেনাকাটায় জিনিসপত্র প্যাকেট করার কাজে খুব বেশি ব্যবহৃত হয়। এ ধরনের প্লাস্টিকের গাঁথুনি এতই শক্ত যে সহজে নষ্ট হয় না। হয়তো ছিঁড়ে যায়, কিন্তু মাটির সঙ্গে মিশে যায় না।

প্লাস্টিক

প্লাস্টিক বর্জ্য মাটিতে অবিকৃত থাকে, নদী ও খালবিলের পানি, এমনকি সমুদ্রের পানিতে ভেসে বেড়ায়। ফলে পানিদূষণ ঘটে। প্লাস্টিক বর্জ্যে ড্রেনের পানি আটকে যায়। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রশ্ন হলো, প্লাস্টিক কেন সহজে নষ্ট হয় না? এর প্রধান কারণ হলো, বেশির ভাগ ব্যাকটেরিয়া প্লাস্টিকের উপাদান ভেদ করে ভেতরে ঢুকতে পারে না, ফলে প্লাস্টিক ধ্বংস হয় না।

শুধু সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি প্লাস্টিক ভেদ করে এর গঠন ভাঙতে পারে। কিন্তু এ জন্য অনেক সময় লাগে। প্লাস্টিক এখন পরিবেশদূষণে বড় ঝুঁকির কারণ হয়ে উঠছে। এ জন্য বিশেষভাবে হালকা প্লাস্টিকের ব্যবহার প্রায় সব দেশে বেআইনি করা হয়েছে। প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত করা বা রিসাইকেল করার ব্যয় অনেক বেশি।

প্রচুর তাপ লাগে এবং তাপ উৎপাদনে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বাড়ে। ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ায়। এ জন্য আজকাল বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ।