বাংলাদেশি সুমন মাতবরকে খুঁজছে ব্রুনাই রয়্যাল পু লি শ
আন্তর্জাতিক ডেস্ক : ব্রুনাইয়ের অভিবাসন আইন ভঙ্গ ও নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী মো. সুমন মাতবরকে নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির রয়্যাল ব্রুনাই পু লি শ ফোর্স (পিপিডিবি)।
পলাতক মো. সুমন মাতবর বহুদিন ধরে ব্রুরাইয়ে বসবাস করছেন। তার পাসপোর্ট নম্বর A022633377। এ ঘটনায় তার নিয়োগকর্তা বন্দর সেরি বেগাওয়ানের মুয়ারা থা নায় একটি প্রতিবেদন দাখিল করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রয়্যাল পু লিশ ফোর্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পালাতক সুমনের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সরাসরি ২৭৭০১৪০, পু লিশ ইমার্জেন্সি লাইন ৯৯৩ অথবা আশপাশের যেকোনো থা নার মাধ্যমে মুয়ারা থা নায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
কানাডায় ৩ শিক্ষার্থীর মৃ ত্যু; কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ছেন দীপ্তর মা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।