স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭টি দলের জন্য সাত ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট করে ফেলেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যে এক প্রেস রিলিজে ভিন্ন সাতটি ফ্র্যাঞ্চাইজির নামও জানিয়ে দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
যেখানে নেই সাকিব আল হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বা মোনার্ক হোল্ডিংস। অথচ আয়োজক কমিটি জানানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ ভালোভাবেই আলোচনা হচ্ছিল।
অথচ বিপিএলে দল পাওয়ার জন্য আবেদনই করেননি সাকিব নিজে, কিংবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও। এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে আলোচনার সময় মল্লিক বলেন, ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে অতীতে যারা বিপিএলের সঙ্গে ছিল তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া সাকিব আল হাসান তার নিজ নামে কোনো ফ্র্যাঞ্চাইজির আবেদনই করেননি।
অবশ্য আবেদন করলেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারতেন না সাকিব। বিপিএলের নীতিতেই নেই সেই নিয়ম। বিষয়টি জানিয়ে ইসমাইল হায়দার মল্লিক আরও যোগ করেন, কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।
এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছে, বিপিএলের গভর্নিং কাউন্সিল। এরমধ্যে নিজেদের পছন্দে ৭টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে আয়োজক কমিটি। এরমধ্যে ৬টি প্রতিষ্ঠান ছিল পুরোনো, ১টি নতুন। এদের মধ্যে কেউ শেষপর্যন্ত ১৫ দিনের মধ্যে টাকা জমা দিতে বা দল গড়তে ব্যর্থ হলে বাকি ৪ প্রতিষ্ঠানের মধ্যে যে কেউ সুযোগ পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।