পৃথিবীতে বিরল প্রজাতির একটি প্রাণী হচ্ছে লাল নেকড়ে। ইংরেজিতে এটিকে red wolf বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম Canis rufus। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে এদের দেখতে পাওয়া যাবে।
লাল নেকড়ের সঙ্গে কোয়োট প্রাণীর অনেক মিল পাওয়া যায়। ইউএস ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস বর্তমানে লাল নেকড়েকে একটি বিপন্ন প্রজাতি হিসেবে গণ্য করে।
মধ্য টেক্সাস দক্ষিণ-পূর্ব অংশ, ইলিনয় নদীর উপত্যকা, উত্তর পেনসিলভানিয়া, দক্ষিণ নিউইয়র্ক, মেক্সিকো উপসাগরের দক্ষিণ অঞ্চল জুড়ে লাল নেকড়ে খুঁজে পাওয়া সম্ভব। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বন জঙ্গলে উজাড় এবং শিকারের কারণে লাল নেকড়ে বিলুপ্তির পথে চালিত হতে থাকে।
পরবর্তী সময়ে মার্কিন প্রশাসন এ প্রজাতির প্রাণীর পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখে। ১৯৮৭ থেকে ১৯৯৪ সালের মধ্যে উত্তর ক্যারোলিনা অঞ্চলে 63 টি লাল নেকড়ে খুঁজে পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে এক গবেষণায় দেখা যায় যে এ সংখ্যা ৪০ এ নেমে গিয়েছে।
প্রাপ্তবয়স্ক লাল নেকড়ের ওজন ২৩ থেকে ৩৯ কেজি হয়ে থাকে। এরা লম্বায় ১৩৬ থেকে ১৬০ সেন্টিমিটার হয়। লাল নেকড়ে কিছুটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে ও এটি খুব বেশি হুমকি স্বরূপ নয়। খরগোশ, ইঁদুরের মতো প্রাণী শিকার করে খাবার হিসেবে গ্রহণ করে লাল নেকড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।