প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন অজানা নয়। দুই দেশের বিনোদন অঙ্গনেও সে প্রভাব স্পষ্ট। ভারতে পাকিস্তানি সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছিল। তবে ১০ বছর পর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের প্রেক্ষাগৃহে আগামী ২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’র। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমাটি আর ভারতে মুক্তি পাচ্ছে না।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, গত দশ বছরে ভারতে পাকিস্তানের কোন ছবি মুক্তি পায়নি। তাই এই সিনেমা মুক্তির অপেক্ষায় উদ্গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু বাঁধা হিসেবে দাড়ায় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা। তারা হুমকির সুরে জানায়, কোন ভাবেই পাকিস্তানের সিনেমা মুক্তি পেতে দেওয়া হবে না ভারতে।
সংবাদমাধ্যমকে এমএনএস-এর সভাপতি অমেয়া খোরপার বলেছিলেন, এই সিনেমা ভারতে মুক্তি পাবে না। কেবল সিনেমা নয়,পাকিস্তানের কোন শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।
এমনকি ভাঙচুরেরও হুমকিও দিয়েছেন তিনি। প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন, প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোন অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন, তা আমরা জানি। কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনওই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা বসে বসে পাকিস্তানের সিনেমা দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।
তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ সিনেমার মুক্তি। অন্যদিকে ২০১৯ থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।