বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের কোকিলকণ্ঠী গায়িকা, এক কথায় কিংবদন্তি লতা মঙ্গেশকর। রবিবার (৬ ফেব্রুয়ারি) সবাইকে কাঁদিয়ে পরলোকগমন করেন এই সুরস্রমাজ্ঞী। এই গায়িকার শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকারা থাকলেও দেখা মিলল না অমিতাভ বচ্চনের।
মৃত্যু সংবাদ পেয়ে লতার বাড়িতে ছুটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ধবধবে সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক, গায়ে ঘিয়ে রঙের চাদর জড়িয়ে পাপারাৎজিদের ভিড় ঠেলে প্রয়াত গায়িকাকে শেষবারের মতো দেখতে পৌঁছে যান ‘বিগ বি’। তার অসংখ্য সিনেমায় কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। তবে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেন এই নায়কের ওপর শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকারা থাকলেও দেখা মিলল না তার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মূলত কোভিডবিধি বজায় রাখতে লতার শেষকৃত্যে থাকেননি অমিতাভ। ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। অগণিত মানুষ গায়িকাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সেখানে।
সাবধানতা বজায় রাখতে শিবাজি পার্কে যাননি অমিতাভ। অমিতাভের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মিস্টার বচ্চন লতার বাড়িতে গিয়েছেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে শেষকৃত্যে উপস্থিত হননি।’
লতার বাস ভবনে গিয়ে প্রয়াত গায়িকার পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন অমিতাভ। বেশ কিছুক্ষণ সময় কাটান তাদের সঙ্গে। বিগ বির সঙ্গী হয়েছিলেন তার কন্যা শ্বেতা বচ্চন নন্দা।
‘গলা ভালো নয়’ বলে সেই দিন লতা মঙ্গেশকরকে ফিরিয়ে দিয়েছিলেন প্রযোজক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।