বিনোদন ডেস্ক : এত দিন কঠোর ভাবে মেনে এসেছেন লকডাউন। সাইফ, তৈমুরকে নিয়ে বাড়িতেই বন্দি ছিলেন করিনা কাপূর খান। নিয়ম একটু ফ্রেশ হতেই বর-ছেলেকে নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মেরিন ড্রাইভের ফুরফুরে হাওয়ায় প্রাণভরে নিচ্ছিলেন নিঃশ্বাস। ছেলে তৈমুরকে কাঁধে চাপিয়ে বাবা সাইফ নবাবি মেজাজে কাটাচ্ছিলেন ‘কোয়ালিটি টাইম’। কিন্তু একি!
তৈমুরের মুখে মাস্ক কোথায়? মাস্ক নেই তৈমুরের ন্যানির মুখেও। বাধ সাধে মুম্বাই পুলিশ। মাস্ক প্রসঙ্গে কিছু না বললেও ছোট্ট তৈমুরকে দেখে পুলিশ খানিক ধমকেই দেয় বাবা-মাকে ”ছোট বাচ্চাকে নিয়ে একদম বাইরে আসবেন না।” এ দিকে কারিনা খানিক অবাক ”বাইরে নিয়ে আসব না”, বিস্ময় তাঁর চোখে। পুলিশ মনে করিয়ে দেন, বিশেষ কারণ ছাড়া দশ বছরের নিচে বাচ্চা এবং ৬৫ বছরের বেশি ব্যক্তিদের এই আনলকডাউন- ১-এও কিন্তু বাড়ি থেকে বেরোনো নিষেধ।
তৈমুরের বয়স মোটে সাড়ে তিন। তাই আগামী কয়েক মাস তার বাড়ির বাইরে পা, একেবারেই নয়। এদিকে পতৌদি পরিবারের মেরিন ড্রাইভ ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈমুরের মাস্ক না পরা নিয়ে শুরু হয়ে যায় চরম ট্রোলিং। কেন মাস্ক ছিল না তার মুখে? প্রশ্ন তোলেন নেটাগরিকরা। অনেকে আবার মুম্বাই পুলিশের প্রশংসাও করেন। সেলেব হলেও যে নিয়মে ছাড় নেই, তা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান নেটাগরিকদের একাংশ। সূত্র : এবিপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।