অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে কিয়ারা অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে দেখা যায়নি তাকে।
এরপর অনুষ্ঠান কর্তৃপক্ষ থেকে জানানো হয় গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী । সে কারণে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনুপস্থিত হননি তিনি। তবে অভিনেত্রীর অসুস্থতার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলা ‘গেম চেঞ্জার’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ ও কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন এস শংকর ও দিল রাজু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।