বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন তৈরিতে বরাবরই প্রথম সারি ধরে রেখেছে চিনা সংস্থা Xiaomi। স্মার্ট টিভি প্রোডাকশনেও পাঁচ বছর কাটিয়ে ফেলেছে তারা। ইতিমধ্যেই স্মার্টটিভির বিশাল রেঞ্জ রয়েছে তাদের। আর সেই পূর্তি উপলক্ষে একেবারে নতুন একটি প্রোডাক্ট নিয়ে বাজারে এল Xiaomi।
টিভি প্রোডাকশন সংস্থা হিসেবে পাঁচ বছর পূর্তি এবং ভ্যালেন্টাইনস ডে, দুটি উদযাপনের কথা মাথায় রেখে মঙ্গলবারই তারা বাজারে এনেছে 4K রেজোলিউশনের একটি টিভি স্টিক।
ইতিমধ্যেই ভারতে যথেষ্ট জনপ্রিয় Xiaomi-র টিভি সিরিজ। এবার TV Stick এনে সেই বাজারকেই আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছে চিনা এই সংস্থাটি। একগুচ্ছ নতুন নতুন ফিচারের সঙ্গে বাজারে এসেছে এই TV Stick।
Xiaomi TV Stick 4K-তে মিলবে Dolby Vision এবং Dolby Atmos সাপোর্ট। যা যে কোনও কম্প্যাটিবল পোর্ট-যুক্ত অ্যান্ড্রয়েড টিভিকে করে তুলবে সুপার স্মার্ট। যেখান থেকে গ্রাহক পাবেন 40 হাজারেরও বেশি সিনেমার অ্যাকসেস। শুধু তাই নয়, Google Play তে ব্যবহার করতে পারবেন 10,000-রও বেশি অ্যাপ।
106.8 mm x 29.4 mm dimension-এর এই Xiaomi TV Stick-এ ব্যবহার করা হয়েছে quad-core processor, যেখানে সাপোর্ট করবে 2GB RAM এবং 8GB ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি 4K TV Stick-এ রয়েছে বিল্ড-ইন-ক্রোমকাস্ট, যার মাধ্যমে মোবাইল, ট্যাবলেট বা অন্য কোনও ডিভাইস থেকে যে কোনও কনটেন্ট কাস্ট করতে পারবেন ইউজার। dual-band Wi-Fi এবং Bluetooth 5.0 connectivity রয়েছে ডিভাইসটিতেই। তার সঙ্গেই গ্রাহক পাবেন HDMI 2.1 সাপোর্ট।
PatchWall-এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করা হয়েছে এই স্ট্রিমিং ডিভাইসটিতে। যার মাধ্য়মে 30টিরও বেশি আন্তর্জাতিক ও ভারতীয় OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পাবেন দর্শক। পাশাপাশি অন্তত দশটি ভাষায় রেকমেন্ডেশন দেওয়ার এবিলিটিও রয়েছে ডিভাইসটির। একই সঙ্গে Google Assistant, Netflix, Hotstar এবং Prime Video-র সরাসরি অ্যাকসেস দেওয়া হয়েছে, এর জন্য রিমোটে রয়েছে ডেডিকেডেট বটনও।
এবার আসা যাক আসল কথায়। বাজেট ফোন তৈরিতে সিদ্ধহস্ত Xiaomi টিভি গ্যাজেটের ক্ষেত্রেও কি ততটাই সুলভ? সত্যি কথা বলতে, Xiaomi-র এই 4K Stick-টি কিন্তু তৈরি হয়েছে মধ্যবিত্তের পকেটের কথা ভেবেই। সংস্থার ওয়েবসাইটে মাত্র 4,999 টাকায় মিলছে ডিভাইসটি। লঞ্চ করলেও ভারতে এখনও বিক্রি শুরু করেনি সংস্থাটি। আগামী 20 ফেব্রুয়ারি থেকে সেল শুরু করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।