স্পোর্টস ডেস্ক: শুধু আর্জেন্টিনাই নয়, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজন লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি তারকা দলে থাকলে বাড়তি পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নামতে হয় প্রতিপক্ষকে। সে পথে হাঁটতে যাচ্ছে ক্রোয়েশিয়াও। চলমান কাতার বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামার আগে মেসিকে নিয়ে বেশ সতর্ক দলটির প্রধান কোচ জ্লাটকো ডালিচ। জানিয়েছেন মেসিকে আটকানোর পরিকল্পনা।
ব্রাজিলকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। সেরা দুইয়ে ওঠার মিশনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে গত আসরের রানার্সআপরা। ব্রাজিলের বিপক্ষে পরিকল্পনা কাজে লাগায় আসন্ন ম্যাচের আগে নির্ভার থাকছেন ডালিচ। তবে শুধু মেসিই নয়, আর্জেন্টিনার আক্রমণভাগের সব খেলোয়াড়দের নিয়েই সতর্ক অবস্থানে আছে ইউরোপের প্রতিনিধিরা।
সংবাদমাধ্যমকে ক্রোয়েশিয়ার প্রধান কোচ বলেন, ‘সেমিফাইনালের আগে মেসিকে নিয়ে আমরা সতর্ক। তাকে রুখে দেওয়ার জন্য রক্ষণে আমরা আলাদাভাবে কাউকে নির্ধারণ করিনি। সবাই জানে সে কত দ্রুত গতিতে খেলে। তাকে আটকাতে চাইলে আমাদের রক্ষণভাগকে আরও শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে হবে। মেসিকে দেওয়া পাসগুলো আটকাতে হবে এবং তার স্পেস কমিয়ে দিতে হবে। ব্রাজিলের বিপক্ষে আমরা যে কৌশল হাতে নিয়েছিলাম, সেমিফাইনালে সেভাবে সবকিছু করতে পারলে ভালো হবে।’
‘আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলার ধরন বিশ্লেষণ করে আমরা মাঠে নামবো। মেসি নিঃসন্দেহে তাদের সেরা ফুটবলার। দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি নিজের দলকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। মেসি ছাড়াও দলটিতে আরও বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে।’
ডালিচ আরও বলেন, ‘আমরা সবাইকেই বিপজ্জনক মনে করি। তারা নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে এসেছে। এটাই প্রমাণ করে পেনাল্টি শুট আউটে তারা কতটা পারদর্শী। এজন্য ফাইনালে যেতে হলে আমাদের সেরা খেলাটাই উপহার দিতে হবে।’
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আলোচিত সেই রেফারিকে বাড়ি পাঠালো ফিফা
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.