যে ক্রিকেটারের সঙ্গে লং ড্রাইভে যেতে চান কণ্ঠশিল্পী কর্নিয়া

কর্নিয়া

কণ্ঠশিল্পী কর্নিয়ার বিশেষ ঝোঁক আছে ক্রিকেটের ওপর। নিয়মিত খোঁজ রাখেন খেলাটির। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এমন একজন আছেন যার সঙ্গে লং ড্রাইভে যেতেও ইচ্ছুক এই গায়িকা।

কর্নিয়া

একটি বেসরকারি টেলিভিশনে এসে এ কথা জানিয়েছেন কর্নিয়া। প্রশ্ন করা হয়েছিল ‘কোন ক্রিকেটারের সঙ্গে লং ড্রাইভে যেতে চান?’ উত্তরে গায়িকা জানান, সেই ক্রিকেটার এখন আর খেলেন না। উত্তর আন্দাজ করে নিয়ে তখন মৌসুমী মৌ বলেন, ‘তিনি কি মাশরাফি বিন মুর্তজা?’

কর্ণিয়া বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে এত ভালো লাগে…। কেন ভালো লাগে তা জানি না। উনি তো আমাদের এলাকার মানুষ। তার বাড়ি নড়াইল, আমার নানাবাড়ি মাগুরা। আমি তাঁকে অনেক কাছ থেকে দেখেছি।’

গায়িকা আরও বলেন, ‘আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যেখানে কয়েকজন ক্রিকেটারও ছিলেন। তখন মাশরাফিকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাই। আচরণসহ সবকিছু মিলিয়ে তাকে আমার ভীষণ পছন্দের। একবার উনি একটা মিটিংয়ে ছিলেন, তখন এক বয়স্ক নারী ওনার জন্য গাছের কোনো একটা ফল নিয়ে আসেন। উনি “চাচি আনছেন, দ্যান খাই” বলে খাওয়া শুরু করেন। ওনার মধ্যে এই যে সাধারণ ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে।’

বাংলাদেশের আম্পায়ার সৈকত থাকছেন সুপার এইটের যেসব ম্যাচে

সংগীতাঙ্গনে মেধার স্বাক্ষর রেখে শুরু করেছিলেন কর্নিয়া। পাওয়ার ভয়েস নামের সংগীত ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে নাম লিখিয়েছিলেন। বর্তমানে গান নিয়েই যত ব্যস্ততা।