বিনোদন ডেস্ক : ২০২২ সালে ইরানে গণবিক্ষোভের সময় গানের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে দাঙ্গায় জনগণকে উস্কানি দেওয়ার’ অপরাধে এক ইরানী গায়ককে তিন বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরভিন হাজীপুর নামের ২৬ বছর বয়সী ওই শিল্পী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
বিক্ষোভের সময় ওই গান তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। ‘বারায়ে’ (জন্য) গানটির জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন হাজিপুর। গানটি পুলিশ হেফাজতে থাকা ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর কারণে শুরু হওয়া বিক্ষোভকে সমর্থন করে গাওয়া হয়েছিল। ইরানি আইনে বাধ্যতামূলক করা হিজাব না পরার অভিযোগে আমিনিকে আটক করেছিল পুলিশ।
এই রায় কখন জারি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্য কোথাও তা জানানোও হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও সাজার ব্যাপারে কিছু জানায়নি।
ইরানের সংসদীয় নির্বাচনের দিনই হাজিপুর এটি পোস্ট করেন। দেশব্যাপী বিক্ষোভের পর ইরানে প্রথম নির্বাচনে ভোট গণনা চলছে। হাজিপুর তার আইনজীবী ও প্রতিনিধিদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
হাজিপুর লিখেছেন, ‘আমি বিচারক এবং প্রসিকিউটরের নাম উল্লেখ করব না যাতে তারা অপমানিত ও হুমকির সম্মুখীন না হন। কারণ অপমান, হুমকি- এসব মানবতার ধর্মে নেই। কোনো একদিন আমরা একে অপরকে বুঝতে পারব। তখন পর্যন্ত অপেক্ষা।’
এই গায়ক ইতিমধ্যে কিছু সময় জেল খেটেছেন। কিন্তু আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় জামিনে ছিলেন তিনি। তাকে বাকি সাজা ভোগ করতে হবে কিনা- তা জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।