যে গ্রামে বাড়ির দরজা-জানালা লাগানো হয় না, দেওয়া হয় না তালাও

যে গ্রামে বাড়ির দরজা-জানালা লাগানো হয় না, দেওয়া হয় না তালাও

আন্তর্জাতিক ডেস্ক : বাড়ি হোক বা ফ্ল্যাট। ঘরের জিনিসের নিরাপত্তার জন্য সকলেই চিন্তা থাকে। আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও চুরির ঘটনা প্রায়শই ঘটে থাকে। কিন্তু ভারতেই রয়েছে এমন এক গ্রাম। যেখানে বাড়ির দরজা, জানালা লাগানো হয় না। কিন্তু তা সত্ত্বেও কোনও চুরির ঘটনা ঘটে না সেই গ্রামে। এই গ্রাম দরজাবিহীন গ্রাম হিসাবেও পরিচিত।

যে গ্রামে বাড়ির দরজা-জানালা লাগানো হয় না, দেওয়া হয় না তালাও

বাড়িতে দরজা না থাকা এই গ্রাম অবস্থিত মহারাষ্ট্রে। এর নাম শনি সিঙ্গনাপুর। এই গ্রামে শনিদেবের বড় মন্দির আছে। সেখানে প্রচুর ভক্ত এসে ভিড় জমান। সেই মন্দিরে ৫ ফুট লম্বা শনিদেবের মূর্তিও রয়েছে। শনি হচ্ছেন কর্মফলের দেবতা। কেউ খারাপ কাদ করলে শনিদেব যেমন শাস্তি দেন, কেউ ভাল কাজ করলে তার পুরস্কারও শনিদেব দেন বলে জনমানসে বিশ্বাস।

মহারাষ্ট্রের ওই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, শনিদেব তাঁদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সেই বিশ্বাসে ভর করেই ঘরে দরজা লাগান না গ্রামবাসীরা। দেন না তালা। এই গ্রামে ইউকো ব্যাঙ্ক সম্প্রতি ব্রাঞ্চ খুলেছে। কিন্তু গ্রামবাসীদের বিশ্বাসের কথা মাথায় রেখে সেখানে দেওয়া হয় না তালা। তবে ঢোকার পথে ব্যাঙ্কের ব্রাঞ্চে লাগানো রয়েছে কাচের দরজা।