যে ঘটনার কারণে শাস্তি পেতে যাচ্ছেন এনজো!

এনজো

কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়েই নতুন ঝামেলায় জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। সামাজিক মাধ্যমে এনজো ফার্নান্দেজের করা এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তারা। এরপর থেকে বর্ণবাদী আচরণ করার কথা উল্লেখ করে সমালোচনায় নেমেছে ফুটবলার থেকে শুরু করে অনেকেই। তারই রেশ ধরে বড় শাস্তির মুখে আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।

এনজো

এর আগে ফরাসি ফুটবলারদের প্রতি হেয় ও বর্ণবাদী আচরণের কারণে ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএফএফ এই বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এবং ফিফাকে চিঠি দেবে বলে জানায়। আর তারপরই এলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফার্নান্দেজের ক্লাব চেলসির তদন্তের খবর। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এমনকি চেলসি সতীর্থরাও সামাজিক মাধ্যমে আনফলো করতে শুরু করেছেন আলবিসেলেস্তে মিডফিল্ডারকে।

এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফুটবল ও এর ২১১টি জাতীয় ফেডারেশনের অবশ্যই বর্ণবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এ ধরনের ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি টাস্কফোর্স আবারও চালু করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এ ছাড়া ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও সম্পর্কে আমরা সচেতন এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড়, ভক্ত এবং কর্মকর্তাসহ যিনিই জড়িত থাকুন না কেন, ফিফা সব ধরনের বৈষম্যের তীব্র নিন্দা জানায়।’

ফিফার পাশাপাশি ফার্নান্দেজের ক্লাব চেলসিও বিতর্কিত গান গাওয়া নিয়ে তদন্ত শুরু করেছে। প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব সব ধরনের বৈষম্যমূলক আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য মনে করে। একটি বৈচিত্র্যময় ক্লাব হতে পেরে আমরা গর্বিত। এখানে সব সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষকে স্বাগত জানানো হয়। আমরা আমাদের খেলোয়াড়ের সর্বজনীন ক্ষমার ব্যাপারে অবগত এবং এটিকে শিক্ষা নেওয়ার সুযোগ হিসেবে দেখছি। ক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক পদ্ধতি মেনে ব্যবস্থা নেওয়া হবে।’

যদিও সমালোচনা শুরুর পর ভিডিওটি সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষমা চেয়ে এনজো ফার্নান্দেজ বলেছেন, ‘ওই গানে প্রচণ্ড অপমানজনক ভাষায় ছিল এবং ওসব কথার জন্য কোনো অজুহাত চলে না। আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের উদযাপনের উন্মাদনায় পড়ে ওরকম করে ফেলার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওই ভিডিও, মুহূর্তটি ও কথাগুলি, সেসব আমার বিশ্বাস কিংবা আমার মানসিকতাকে ফুটিয়ে তুলছে না।’

মেসি কবে মাঠে ফিরবেন জানালেন ইন্টার মায়ামি

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে এনজো ফার্নান্দেজের করা ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তারা। গানের কথা ছিল এরকম– আফ্রিকান বিভিন্ন দেশ থেকে এসে তারা ফ্রান্সের পাসপোর্ট নিচ্ছে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর কিলিয়ান এমবাপেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। এবার খেলোয়াড়রা সেটাই গাইলেন।