যে চার দেশকে চাল ও গম রফতানির অনুমতি দিলো ভারত

যে চার দেশকে চাল ও গম রফতানির অনুমতি দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : চার দেশে ভাঙা চাল ও গম রফতানির অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশগুলোর অনুরোধের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির সরকার দুটি ভিন্ন বিবৃতিতে এ তথ্য জানায়। খবর বিজনেস রেকর্ডার।

যে চার দেশকে চাল ও গম রফতানির অনুমতি দিলো ভারত

দক্ষিণ এশিয়ার দেশটি গত বছর স্থানীয় বাজারে গম ও ভাঙা চালের লাগামহীন মূল্যবৃদ্ধি রুখতে নানা উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বন্ধ করে দেয়া হয় পণ্য দুটির রফতানি। তবে ২০২৩-২৪ অর্থবছর ইন্দোনেশিয়া, সেনেগাল ও গাম্বিয়ার অনুরোধে দেশগুলোয় চাল রফতানি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। নেপালের গম সরবরাহ চালুর অনুরোধও রেখেছে নয়াদিল্লি। চলতি অর্থবছর থেকে দেশটিতে রফতানির অনুমোদন দেয়া হয়েছে।

সরকারি তথ্যে দেখা গেছে, ভারতীয় যেসব রফতানিকারক এসব দেশে রফতানি করতে আগ্রহী, তাদের নিলামের মাধ্যমে রফতানি কোটা পেতে হবে। ইন্দোনেশিয়া এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এল নিনো পরিস্থিতির কারণে স্থানীয় সরবরাহের টান পড়লে চুক্তির আওতায় দেশটি থেকে ১০ লাখ টন চাল আমদানি করা হবে।