যে চার বিভাগে করোনায় মৃত্যু শূন্য

ফাইল ছবি
জুমবাংলা ডেস্ক: দেশে অনেকাংশেই কমে এসেছে করোনার প্রকোপ। দিন দিন কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৭ জন। এরমধ্যে চার বিভাগে কেউ মারা যায়নি।

বিভাগ চারটি হলো- বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা যান। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৯৭ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬২৭ জন।

এই ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যায়নি। এদিকে, বরিশাল বিভাগে ৯৪৩ জন, সিলেটে ১ হাজার ২৫৮ জন, রংপুরে ১ হাজার ৩৬১ ও ময়মনসিংহ ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৬৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৯৫ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এসময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮০ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৮৪২ জন।