মানুষের জীবন এক অজানা যাত্রার মতো। দুনিয়ার কোলাহলে আমরা প্রায়ই আমাদের লক্ষ্য ভুলে যাই। অথচ মহান আল্লাহ মানুষকে সৃষ্টির উদ্দেশ্য দিয়েছেন—তার ইবাদত করা, বিধান মেনে চলা এবং চিরস্থায়ী সফলতা অর্জন করা। সেই সফলতার পরিণতি হলো জান্নাত।
জান্নাত—একটি স্থান যেখানে নেই মৃত্যু, নেই ভয়, নেই দুঃখ কিংবা ক্ষুধা। সেখানে চিরন্তন শান্তি, অপরিসীম আনন্দ ও অমর সুখ বিরাজ করে। তবে জান্নাত অর্জন করতে হলে রাসুলুল্লাহ (সা.) ছয়টি নৈতিক গুণাবলীর আহবান জানিয়েছেন।
রাসূলুল্লাহ (সা.) বলেন:
“তোমরা আমাকে তোমাদের পক্ষ থেকে ছয়টি জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি—সত্য বলো, ওয়াদা পূর্ণ করো, আমানত রক্ষা করো, লজ্জাস্থান হেফাজত করো, দৃষ্টি সংযম করো, হাতকে অন্যায় থেকে বিরত রাখো।”
(মুসনাদে আহমাদ ২২৪০৯; আল-মুস্তাদরাক ৭৮৭৫)
১. সত্যবাদিতা: কথার আলো, বিশ্বাসের শক্তি।
২. ওয়াদাপূরণ: সম্পর্ক ও আস্থার ভিত্তি।
৩. আমানত রক্ষা: দায়িত্ব ও সততার পরিচয়।
৪. পবিত্রতা: চরিত্রের সৌন্দর্য ও আত্মশুদ্ধি।
৫. দৃষ্টি সংযম: অন্তরের নিরাপত্তা।
৬. হাত সংযম: অন্যায় থেকে বিরত থাকার প্রতীক।
এই ছয়টি গুণ শুধু ব্যক্তিগত নয়; এগুলো সামাজিক ও পারিবারিক শান্তির মূল চাবিকাঠি। আজকের দুনিয়ায় এগুলো অনুধাবন করলে আমরা পেতে পারি দুনিয়ার শান্তি এবং আখেরাতের জান্নাত।
আল্লাহ আমাদের সকলকে নববী শিক্ষার আলোকে জীবনে প্রতিষ্ঠিত করার তাওফিক দান করুন। আমীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।