যে টিকটকারের মাসিক ইনকাম প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার!

Tara Lynn

টিকটক ইনফ্লুয়েন্সার Tara Lynn এর অ্যাকাউন্টের ফলোয়ার এর সংখ্যা ৪.৯ মিলিয়ন। তিনি আবার Taraswrld নামেও পরিচিত। সম্প্রতি Tara Lynn বারস্টুল স্পোর্টস পডকাস্ট এর প্ল্যান ব্রিতে উপস্থিত হয়েছিলো এবং জিজ্ঞাসা করা হয়েছিলো যে, সে কত টাকা ইনকাম করে।

Tara Lynn

Tara Lynn বলেছেন যে, তিনি তার OnlyFans পেজটি ২০২১ সালে চালু করেছেন। ঐ পেজের মাধ্যমে ১০০ থেকে ১৫০ হাজার ডলার উপার্জন করেছেন টারা লিন। ঐ পেজ প্রোমোট করার জন্য তিনি ভিডিও তৈরি করেন। এরপর তার ইনকাম বিস্ময় জাগিয়ে ডাবল হয়ে যায়।

২০২২ সালে পেজটি ২.২ বিলিয়ন ডলার উপার্জন করেছে। Axios জানিয়েছে যে, ৩০০ এর বেশি ক্রিয়েটর বার্ষিক ১ মিলিয়ন ডলারের মত ইনকাম করে। আসলে OnlyFans হচ্ছে এমন একটি সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম যা সাবস্ক্রিপশনের উপর নির্ভর করে কাজ করে।

যারা কনটেন্ট নির্মাণ করে এখানে শেয়ার করে তাদের কিছু অর্থ খরচ করতে হয়। তাদের কনটেন্ট এ এক্সেস পেতে হলে মাসিক সাবস্ক্রিপশন ফি এর প্রয়োজন হয়। তার অনেক বেশি ফলোয়ার থাকার কারণে পেজটি প্রমোট করার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে।

Tara Lynn যে কথা বলেছেন তা যদি সত্য হয় তাহলে তিনি এই পেজ থেকে মাসিক ৪.২ মিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে থাকেন। শুধুমাত্র একটি পেজ থেকেই তার এত টাকা উপার্জন হয়ে থাকে। টিকটকে Tara Lynn এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।