জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিভাগের তিন জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। এবার করোনামুক্ত রাজশাহী শহরেও দেখা দিল করোনা পজিটিভ রোগী। শুক্রবার বিকেলে রাজশাহী ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষা শেষে একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এ ছাড়াও নওগাঁয় আরো তিনজনের করোনা শনাক্ত হয়। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ায় করোনা আক্রান্ত রোগী সবচেয়ে বেশি।
এর মধ্যে বিভাগের মোট আক্রান্ত রোগীর মধ্যে এক তৃতিয়াংশ রোগী রয়েছে শুধু জয়পুরহাটেই। এ জেলায় শুক্রবার বিকেল পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ জন। আর গোটা বিভাগে রোগীর সংখ্যা হলো ৩০৩ জন।
এদিকে গতকাল বৃহস্পতিবার একদিনেই রাজশাহী বিভাগে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়। যা সকাল পর্যন্ত একই ছিল। তবে বিকেলে রাজশাহী ল্যাবের ৫৬টি নমুনা পরীক্ষা শেষে সেটি তিন শ ছাড়িয়ে যায়। রাতে বগুড়া ল্যাবের নমুন পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে এ সংখ্যা আরো বাবড়ে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্ট ল্যাব কর্মকর্তারা।
রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত রোগী ছিল ২৬৯ জন। সেটি ওইদিন সন্ধ্যায় গিয়ে দাঁড়ায় ২৯৯ জনে। অর্থাৎ একদিনে বাড়ে ৩০ জন। যা শুক্রবার সকাল পর্যন্ত একই ছিল।
আগের দিন বৃহস্পতিবার সকালে রাজশাহীর ৮ জেলার মধ্যে নওগাঁয় আক্রান্ত রোগী ছিল ৭০ জন, সেখানে ওইদিন বিকেলে গিয়ে দাঁড়ায় ৭৪ জনে। আর গতকাল গিয়ে দাঁড়ায় ৭৭ জনে। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলায় ছিল ৭৪ জন, সেটি বিকেলে গিয়ে দাঁড়ায় ৮৭ জন। বগুড়ায় ছিল ৫৭, সেটি হয় ৫৯ জনে। সিরাজগঞ্জে ছিল ৬ জন, সেটি হয় ১৫ জন। রাজশাহী ছিল ১৯ জন, সেটি গতকাল বিকেল পর্যন্ত হয় ২০ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় অবস্থান ঠিকই ছিল। ফলে এ তিনটি জেলায় গতকাল সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা রয়েছে চাঁপাইনবাবগঞ্জে ১৬, নাটোরে ১৩ জন ও পাবনায় ১৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।