স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের সুযোগ থাকলেও তা কেবল কাগজে-কলমে, বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই বললেই চলে। তবুও জয় দিয়ে আসর শেষ করতে মুখিয়ে থাকবে দুই দলই।
আর তাই আগামীকাল ৫ জুলাই শুক্রবার লর্ডসে দুই এশিয়ান পরাশক্তি বাংলাদেশ ও পাকিস্তানের জমজমাট এক লড়াই প্রত্যাশা করা যেতেই পারে!
এদিকে হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। প্রায় দেড় সপ্তাহ আগে যে উইকেটে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই একই উইকেট ব্যবহার করা হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচেও।
এদিকে সবুজাভ পিচে পেসাররা পাবেন ম্যাচের নায়ক হয়ে ওঠার সুযোগ। গতি ও বাউন্স সামলাতে হিমশিম খেতে হতে পারে ব্যাটসম্যানদের।
তবে লন্ডনের গত এক সপ্তাহের আবহাওয়ার রেশ চলমান থাকবে শুক্রবারও। তাই বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতেই পারে। রৌদ্রজ্জ্বল দিন বাংলাদেশ ও পাকিস্তানকে দারুণ লড়াইয়ে মেতে ওঠার মঞ্চকে করতে পারে আলোকিত।
এদিকে এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। চোট কাটিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরবেন একাদশে, ফিরবেন কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে না খেলা মেহেদী হাসান মিরাজও। তাদের জায়গা করে দিতে গিয়ে বাদ পড়তে হতে পারে সাব্বির রহমান ও রুবেল হোসেনক।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel